ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

‘মোবাইলে ভিন্ন ভাষাভাষির গান কেন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, জানুয়ারি ২৬, ২০১৬
‘মোবাইলে ভিন্ন ভাষাভাষির গান কেন’ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম

ঢাকা: মোবাইল ফোনে ওয়েলকাম টিউন হিসেবে ভিন্ন ভাষাভাষির গান না দিয়ে দেশীয় জনপ্রিয় গানগুলো প্রোমেট করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মোবাইল অপারেটরদের মিউজিক কনটেন্ট ব্যবহারের জন্য রেভিনিউ শেয়ারিং বিষয়ে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।



সুরকার আলাউদ্দিন আলী বলেন, এফএম রেডিওতে হিন্দিতে উপস্থাপন হচ্ছে, স্বাধীন বাংলাদেশে এটা কি হয়!

এর প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, অনুরোধ করবো, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে ঊর্দু গানকে ‘প্রোমোট’ করার কোনো কারণ নেই। ঊর্দু গান, ভিন্ন ভাষাভাষির গানের প্রোমোট করার কোনো কোরণ নেই আমাদের, আমরা কেন প্রোমোট করবো!

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম বলেন, ‘বাংলা ভাষায় প্রচুর গান আছে। যে গানগুলো প্রশংসিত ও মানুষের কাছে জনপ্রিয় সেগুলোকে প্রোমোট করি’।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।