ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

দ্রুতগতির ব্রাউজার নিয়ে উইন্ডোজ ১০

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, জুলাই ৩০, ২০১৫
দ্রুতগতির ব্রাউজার নিয়ে উইন্ডোজ ১০

ঢাকা: অপারেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজ ১০ বাজারে ছেড়েছে মাইক্রোসফট। দ্রুতগতির ব্রাউজার, উন্নত পর্দাসহ স্টার্ট বাটন নিয়ে এসেছে উইন্ডোজ ১০।



তবে সুখবর এই, উইন্ডোজ ৭ বা পরবর্তী সংস্করণ ব্যবহারকারীরা বিনামূল্যে উইন্ডোজ ১০ আপডেট করে নিতে পারবেন।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানান, নতুন যুগের সূচনা করবে উইন্ডোজ ১০। ট্যাবলেট, স্মার্টফোন ও কম্পিউটারে একই উইন্ডোজ ব্যবহারের সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়েই এটি বাজারে ছাড়া হয়েছে।

উইন্ডোজ ১০-এ পর্দার জন্য ‘কন্টিনিউম’ নামের সুবিধা সব পর্দায় (কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন) একই ধরনের পর্দা ব্যবহারের সুবিধা দেবে।

‘কর্টানা’ নামে ‘ভার্চুয়াল পারসোনাল অ্যাসিস্ট্যান্ট’ অনেকটা অ্যাপল আইওএসের ‘সিরি’র মতো। যা দ্রুত তথ্য সরবরাহ করবে। এছাড়া কথা বলে (যেমন- হে কর্টানা) এই ডিজিটাল সরবরাহকারীর সেবা নেওয়া যাবে।

উইন্ডোজ ১০- এ যুক্ত হয়েছে দ্রুতগতির ব্রাউজার ‘মাইক্রোসফট এজ’। রয়েছে নতুন মেইল, ক্যালেন্ডার, ছবি, ম্যাপ’র অ্যাপ।

এছাড়া আরো বেশ কিছু বিশেষত্ব নিয়ে এসেছে মাইক্রোসফট উইন্ডোজ ১০।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।