ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০১৪’ অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৯, নভেম্বর ২৪, ২০১৪
‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০১৪’ অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ব্র্যান্ড, মিডিয়া এবং যোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউনের যৌথ উদ্যোগে  বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০১৪’র  আয়োজন করে। ২২ নভেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে সহ-পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহন করে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য আমদানিকারক  এবং সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড ও বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভো।



এতে গ্লোবাল ব্র্যান্ড এবং লেনোভো’র সর্বশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হয়।   এছাড়া উপস্থিত অতিথিদেরকে  প্রদর্শিত পণ্যগুলো সম্পর্কে সাম্যক ধারণা দেয়া হয়।

উল্লেখ্য, এই অনুষ্ঠানের মাধ্যমে ২০১৪ সালের দেশি বিদেশি  শীর্ষস্থানীয় ৩০টি ব্র্যান্ডকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।