ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

তথ্য জানার অধিকার দিবসে বরিশালে শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, সেপ্টেম্বর ২৮, ২০১৪
তথ্য জানার অধিকার দিবসে বরিশালে শোভাযাত্রা

বরিশাল: আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে বরিশালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের বরিশাল শাখার উদ্যোগে নগরের অশ্বিনী কুমার টাউন হল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার অশ্বিনী কুমার টাউন হলে গিয়ে শেষ হয়। এসময় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন-বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম, তথ্য বিভাগের উপ-পরিচালক মো. জাকির হোসেন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সমাজসেবক ডা. হাবিবুর রহমান, উন্নয়ন কর্মী আনোয়ার জাহিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।