ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

লেনোভো ‘ইয়োগা ১০’ থ্রিজি ট্যাব দেশে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, সেপ্টেম্বর ১০, ২০১৪
লেনোভো ‘ইয়োগা ১০’ থ্রিজি ট্যাব দেশে

বিশ্বখ্যাত লেনোভো ব্র্যান্ডের ইয়োগা ১০ মডেলের থ্রিজি ট্যাবলেট পিসি এখন দেশের বাজারে। অ্যান্ড্রয়েড ৪.২.২ (জেলি বিন) সংস্করণ মোবাইল অপারেটিং সিস্টেম নির্ভর এই ট্যাবটির পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড।

তিনটি বিশেষ সুবিধায় (হাতে ধরে ব্যবহারের পাশাপাশি স্ট্যান্ডের মাধ্যমে কাত করে অথবা খাঁড়া অবস্থায়) ট্যাবটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এতে সবোর্চ্চ ব্যাটারী ব্যাকআপ ১৮ ঘণ্টা।

ইউএসবি ওটিজি সমর্থিত ১০.১-ইঞ্চি মাল্টি-টাচ আইপিএস পর্দায় পিক্সেল রেজ্যূলেশন ১২৮০ বাই ৮০০। ট্যাবটির অন্যান্য বৈশিষ্ট্যে রয়েছে ১.২ গিগাহার্জ এমটি৮১২৫ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি ৠাম, ১৬ জিবি ডেটা স্টোরেজ ডিভাইস, ডুয়াল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, জিপিএস, জি-সেন্সর ফাংশন, ডুয়াল স্টেরিও স্পিকার, মাইক্রো-এইচডিএমআই ও মাইক্রো-ইউএসবি ইন্টারফেস, মাইক্রো-এসডি কার্ড রিডার।

অত্যাধুনিক এই ট্যাবটিতে ভয়েস কলের পাশাপাশি থ্রিজি মোবাইল ডেটা বা ইন্টারনেট ব্যবহার করা যাবে।

সাড়ে ২৮ হাজার টাকায় পাওয়া যাবে ট্যাবটি।

বাংলাদেশ সময়: ১৬০1 ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ