ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে স্মার্ট সেলফি কনটেস্ট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, আগস্ট ৫, ২০১৪
ফেসবুকে স্মার্ট সেলফি কনটেস্ট

টারগাস বাংলাদেশ ফেসবুক ফ্যান পেজে শুরু হয়েছে স্মার্ট সেলফি কনটেস্ট। প্রযুক্তিপণ্যের পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত এই সেলফি প্রতিযোগিতায় যেকোনো ফেসবুক ব্যবহারকারী অংশগ্রহণ করতে পারবে।

এজন্য ব্যবহারকারীকে তার স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরা দিয়ে নিজের সেলফি তুলে টারগাস বাংলাদেশ পেজে মেসেজের মাধ্যমে পাঠাতে হবে।

এরপর প্রত্যেক প্রতিযোগির ছবি বিশেষ ফ্রেমের মাধ্যমে আপলোড করা হবে এবং তাদের ছবির লিংক ফিরতি মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে।

অংশগ্রহনকারীদের পাঠানো ছবির মধ্যে সবচেয়ে বেশি লাইক পড়েছে এমন ১০ জন প্রতিযোগিকে সেরা নির্বাচিত করা হবে। নির্বাচিতদের জন্য উপহার হিসেবে থাকছে বিশ্বখ্যাত টারগাস ব্রান্ডের ব্যাকপ্যাক।

উল্লেখ্য, আগামী ১৫ আগস্টের মধ্যে আগ্রহীদের ছবি পাঠাতে হবে। বিস্তারিত জানতে: https://www.facebook.com/targusbangladesh

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।