ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

আল্টা-পোর্টেবল আসুস ‘ট্রান্সফর্মার বুক টি১০০’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, জুলাই ১৯, ২০১৪
আল্টা-পোর্টেবল আসুস ‘ট্রান্সফর্মার বুক টি১০০’ ছবি: সংগৃহীত

একের ভিতরে দুই ডিভাইসের বৈশিষ্ট্য সম্বলিত আসুস আল্ট্রা পোর্টেবল ল্যাপটপ দেশের বাজারে পাওয়া যাচ্ছে। আসুস ট্রান্সফর্মার বুক টি১০০ মডেলের এ ল্যাপটপটি এনেছে গ্লোবাল ব্র্যান্ড।

ল্যাপটিতে রয়েছে আইপিএস প্রযুক্তির ১০.১-ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লেটিকে কীবোর্ড ডকিং থেকে আলাদা করলে এটি ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যায়।
 
উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে চালিত এ পণ্যটিকে বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ এবং হালকা ওজনের মাল্টি-টাচ পর্দার পিসি বলছে আসুস । পণ্যটিতে যুক্ত অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ১.৩৩ গিগাহার্জ গতির ইন্টেল বে ট্রাইল জেড৩৭৪০ কোয়াড-কোর প্রসেসর, ২ জিবি ৠাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক। এছাড়া আছে ট্যাবলেট পিসি হিসেবে ৩২ জিবি স্টোরেজ ডিভাইস, ওয়েব ক্যামেরা, ডুয়াল ব্যান্ড ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, সনিকমাস্টার অডিও, ১টি ইউএসবি ৩.০ পোর্ট, ১টি মাইক্রো-ইউএসবি পোর্ট, ১টি মাইক্রো এইচডিএমআই পোর্ট।

সবোর্চ্চ ১১ ঘন্টা ব্যাটারি ব্যাকআপের এই ল্যাপটপে মাইক্রোসফট অফিস হোম এবং স্টুডেন্ট ২০১৩ ইনস্টল রয়েছে। দাম ৩৮ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।