ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম এআই প্রম্পটিং প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম এআই প্রম্পটিং প্রতিযোগিতা

ঢাকা: বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তৃতির এই সময়ে দেশের শিক্ষার্থীদের এআই ব্যবহারে দক্ষ করে তুলতে মাইক্রোসফটের প্রযুক্তিগত সহায়তায় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে দেশের প্রথম এআই প্রম্পটিং প্রতিযোগিতা ‘এজেন্টএক্স’।

বিশ্বজুড়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি পাল্টে দিচ্ছে কাজের ধরন, তখন বাংলাদেশে এই প্রথমবারের মতো এমন একটি প্রতিযোগিতার আয়োজন প্রযুক্তি খাতের অগ্রগতিতে নতুন সম্ভাবনার জানালা খুলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এজেন্ট এআই নামের একটি বিশেষ শাখায় হাতে-কলমে কাজ করার সুযোগ পাবেন। এজেন্ট এআই এমন একটি প্রযুক্তি, যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে—যেমন ইমেইল অটোমেশন, ডেটা বিশ্লেষণ, এমনকি স্মার্ট হোম কন্ট্রোল পর্যন্ত।

এজেন্ট এক্স প্রতিযোগিতা হবে তিনটি ধাপে—প্রথমে মাইক্রোসফট কো-পাইলটের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ, এরপর এআইচার্ট কর্তৃক প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্স, আর সবশেষে নেটকমের তত্ত্বাবধানে বাস্তবসম্মত একটি এজেন্ট এআই প্রজেক্ট।

প্রতিটি ধাপ শেষে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক স্বীকৃত সার্টিফিকেট পাবেন, যা ভবিষ্যতের চাকরি বা স্টার্টআপ যাত্রায় বড় ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

আয়োজকরা জানান, ভবিষ্যতে চাকরির বাজারে এআই স্কিল থাকা অপরিহার্য হয়ে উঠবে। মাইক্রোসফট ও বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য বলছে, আগামী পাঁচ বছরে অন্তত ৬০ শতাংশ চাকরিতে এআই দক্ষতা বাধ্যতামূলক হয়ে উঠবে।

এদিকে সরকারের দিক থেকেও প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইনভেস্টমেন্ট সামিটে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীরা বাংলাদেশের প্রযুক্তি খাত পরিদর্শনের পর এমন আয়োজনকে প্রশংসা করেছেন।

নর্দার্ন ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের প্রশিক্ষণ থেকে শুরু করে মেন্টরশিপ—সবকিছুতেই সরাসরি যুক্ত রয়েছেন বিভাগের শিক্ষক ও গবেষকরা।

রেজিস্ট্রেশন চলছে, ফি মাত্র ২৯৯ টাকা

প্রতিযোগিতায় অংশ নিতে হলে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে https://agentxbd.com ওয়েবসাইটে। সীমিত সময়ের জন্য রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে মাত্র ২৯৯ টাকা।

এজেন্টএক্স-এর মুখপাত্র জোবায়ের আহমেদ বলেন, বরং ভবিষ্যতের প্রযুক্তি-দক্ষ বাংলাদেশ গড়ার একটি প্রচেষ্টা। শিক্ষার্থীদের এখন থেকেই এআই প্রজেক্টে কাজ করার অভ্যাস গড়ে তোলা জরুরি।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।