ঢাকা: উদ্ভাবনী আইওটি ইকোসিস্টেম ‘আলো’ নিয়ে ঈদ ক্যাম্পেইন শুরু করেছে গ্রামীণফোন। ক্যাম্পেইনের আওতায় এর প্রথম টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) উন্মোচন ও আকর্ষণীয় অফার এনেছে অপারেটরটি।
আবেগঘন এই টিভিসিতে একজন তরুণের তার বাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠার গল্প বলা হয়েছে। তাদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও ছেলেটি আলো ইন্ডোর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দূর থেকে তার বাবার দেখাশোনা করে চলেছে। টিভিসিতে দেখানো হয়েছে প্রযুক্তি কীভাবে মানসিক ও শারীরিক দূরত্ব কমিয়ে এনেছে।
এই স্মার্ট সেবাগুলো আরও সহজলভ্য করতে ২৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে গ্রামীণফোন। আলো ইন্ডোর সিসিটিভি ক্যামেরা কিনলে গ্রাহকরা পাবেন ১ হাজার টাকার ভাউচার। মাইজিপি অ্যাপের মাধ্যমে কিনলে অতিরিক্ত ৫ জিবি ডেটা বোনাস পাবেন গ্রাহকরা। অন্যদিকে জিপি স্টার গ্রাহকরা মাইজিপির মাধ্যমে কিনলে পাবেন আরও বাড়তি সুবিধা- পাবেন ১ হাজার টাকার ভাউচার, ৫ জিবি ডেটা বোনাস ও ১০ শতাংশ ছাড়। গ্রামীণফোনের দারাজ স্টোর থেকে কিনলেও ১ হাজার টাকার ভাউচার পাবেন গ্রাহকরা। গ্যাস ডিটেক্টর ও ভেহিকেল ট্র্যাকার কেনার ক্ষেত্রেও গ্রাহকরা ৫০০ টাকার ভাউচার উপভোগ করতে পারবেন। টেলকো-টেকে পরিণত থেকে গ্রামীণফোনের লক্ষ্যের সঙ্গে এই অফারগুলো সামঞ্জস্যপূর্ণ। অপারেটরটির লক্ষ্য হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে টেলিযোগাযোগের সমন্বয় ঘটানো যাতে গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতা আরও সমৃদ্ধ ও নিরাপদ হয় এবং বুদ্ধিমত্তাসম্পন্ন সল্যুশনের মাধ্যমে জীবনের ক্ষমতায়ন নিশ্চিত হয়।
ক্যাম্পেইন সম্পর্কে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, গ্রাহকদের জন্য অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকর ও গ্রাহক কেন্দ্রিক সল্যুশন আনতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। আমাদের আইওটি প্রোডাক্ট ‘আলো’র মাধ্যমে আমরা গ্রাহকদের জীবনকে আরও সমৃদ্ধ করতে চাই, যাতে তারা টেলিযোগাযোগের বাইরেও আরও কিছু পেতে পারেন। আমাদের টেলকো-টেক হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে নেবে এই পদক্ষেপ।
আলোর মাধ্যমে গ্রাহকদের সংযুক্ত ও সুরক্ষিত রাখার জন্য নিরবচ্ছিন্ন ও বুদ্ধিমত্তাসম্পন্ন সল্যুশন আনার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে গ্রামীণফোন।
আলো এবং এ সম্পর্কিত সর্বশেষ অফার জানতে গ্রামীণফোনের ওয়েবসাইট অথবা মাইজিপি অ্যাপ দেখতে পারেন গ্রাহকরা।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমআইএইচ/আরবি