ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ভারতে অফিস খুলছে ফেসবুক

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৭, জুন ২৯, ২০১০
ভারতে অফিস খুলছে ফেসবুক

কলকাতা: জনপ্রিয় সামাজিক নেটওর্য়াক সাইট ফেসবুক শিগগির ভারতে অফিস খুলতে যাচ্ছে। এশিয়ায় এটিই হবে তাদের প্রথম অফিস।



ফেসবুক সূত্রে জানা গেছে, আগামী দু’মাসের মধ্যে তারা ভারতের সাইবার সিটি হায়দ্রাবাদে এই অফিসটি চালু হবে। ভারত সরকারের সহায়তায় পাওয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল ‘রাহেজা মাইন্ডস্পেসে’ কাজ শুরু করবে ফেসবুক।

এশিয়ায় ফেসবুকের সামাজিক নেটওর্য়াকের ব্যবসা পরিচালিত হবে এ অফিস থেকে। এরই মধ্যে এ কাজ শুরু করার জন্য কর্মী নিয়োগও শুরু হয়েছে।

সারা বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০০ মিলিয়ন যার মধ্যে ভারতের ব্যবহারকারী প্রায় ৮ মিলিয়ন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুন ২৯, ২০১০
আরডি/কেএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ