মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে উন্নতি। অবশ্য কর্মপ্রত্যাশী ও বিদেশ গমনেচ্ছুদের করা বিনিয়োগের অর্থ খোয়া যেতে পারে।

শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে। উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণ হবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় আলাদা হওয়ার আশঙ্কা।

বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার ও নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দেখবে।

বিদেশ গমনের আশায় করা বিনিয়োগের অর্থ খোয়া যাবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বাড়বে। অংশীদারদের সঙ্গে কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় আয় প্রচুর হলেও সঞ্চয় করা কঠিন হবে।

কর্ম ও ব্যবসা-বাণিজ্যে উন্নতি। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই শুভ ফল বয়ে আনবে।

আর্থিক ভিত মজবুত হওয়ার সম্ভাবনা কম। ভগ্নি ও জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় মনে স্বস্তি ফিরে আসবে।

যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা আসবে। কর্মে পদোন্নতি, বিদেশ ভ্রমণ, ব্যবসায় সফলতা, হারানো সম্পত্তি পুনরুদ্ধার, সব মিলিয়ে বছরটি বেশ ভালো কাটবে।

কর্মের সুনাম-যশ পদোন্নতির পথ সুগম করলেও ব্যবসা-বাণিজ্যে পুঁজি ও শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে।

শুভ মিশ্রফল। বেকারদের মনে আশার আলো জ্বলবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করলেও কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ হওয়ার সম্ভাবনা কম।

একচেটিয়া কারবারীদের ব্যবসাক্ষেত্রে দুর্ভাবনার আশঙ্কা। সম্পত্তি বা জমি-জায়গা নিয়ে কোনো ভাইয়ের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

চাকরিক্ষেত্রে কোনো তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। হিসাব পরীক্ষকের কাজ বা ব্যবসায় যারা নিযুক্ত তাদের বিশেষ সুযোগ আসতে পারে।

যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ হওয়া কঠিন হবে।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এএ