..
মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিলদূরভ্রমণে বিশেষ সতর্কতা প্রয়োজন। শস্যজাতীয় দ্রব্যের ব্যবসায় অর্থ উপার্জন ভালোই হবে।
..
বৃষ: ২১ এপ্রিল - ২০ মেমানসিক চঞ্চলতা ত্যাগ করলে অনেক কাজে সাফল্য পাবেন। চিকিৎসাক্ষেত্রে বিশেষ সমাদর লাভ করবেন। কৃষ্ণবর্ণের কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে।
...
মিথুন ২১ মে - ২০ জুনআর্থিক অবস্থার উন্নতির লক্ষণ আছে। কাউকে কোনো অর্থ ঋণ দেবেন না, ফেরত পেতে বিলম্ব হবে। ঠিকাদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা। কোনো বন্ধু বিয়োগে শোক পাবেন।
...
কর্কট ২১ জুন - ২০ জুলাইকোনো সমস্যার সমাধান হওয়ার ফলে কাজকর্মে উৎসাহ বাড়বে। কোনো বন্ধুর জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা।
...
সিংহ: ২১ জুলাই - ২১ আগস্টঅবিবাহিত জাতক-জাতিকাদের বিয়ের সম্ভাবনা আছে। সাংবাদিকদের কর্ম পরিবর্তনের যোগ। কর্মক্ষেত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। বিবাহিত কোনো কন্যার জন্য উদ্বেগে থাকবেন।
..
কন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বরআপনি পরিশ্রমী হলেও নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখবেন। সামাজিক মান-সম্মান বাড়বে। সঞ্চয়ের যোগ আছে। ব্যবসায় অর্থকরী ব্যাপারে আশঙ্কা থাকবে।
..
তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবরসরকারি চাকরিক্ষেত্রে সুখবর আসতে পারে। কোনো সন্তানের কৃতিত্বে গৌরব বোধ করবেন। আপনার প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। ভ্রমণ শুভ। অহেতুক চিন্তায় কাজের ক্ষতি করবেন না।
...
বৃশ্চিক ২৩ অক্টোবর - ২১ নভেম্বরশান্তিভঙ্গকারী কোনো ঘটনা দ্রুত ঘটতে পারে। যথাসম্ভব নিজেকে সংযত ও নিরপেক্ষ রাখবেন। দাম্পত্য জীবনের সমস্যা ক্রমশ ভাঙনের দিকে নিয়ে যেতে পারে।
...
ধনু ২২ নভেম্বর - ২০ ডিসেম্বরঅবিবাহিতদের প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। নিজের দিক থেকে সতর্ক থাকবেন। বিদেশে পড়াশোনার জন্য গমনে শিক্ষার্থীদের সুযোগ লাভ। শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করবেন।
...
মকর ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারিকম্পিউটার, আর্কিটেকচার সম্পর্কিত কাজকর্মে পারদর্শিতা অর্জন করবেন এবং সুনাম পাবেন। কোনো প্রতিযোগিতায় সুফল পেতে পারেন। অমীমাংসিত বিষয়ের মীমাংসা হবে।

...
কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারিন্যায্য প্রাপ্তিতে বাধা। ব্যয় বাড়বে। চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা কাজকর্মে উৎসাহিত করবে। অযথা ব্যয়বৃদ্ধির সম্ভাবনা। পরিশ্রম বাড়লে উপার্জন ভালোই হবে।
...
মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চচাকরির ইন্টারভিউ দেওয়ার আগে ভালমতো প্রস্তুতি নেবেন। অপ্রত্যাশিত কোনো সুযোগ আসলেও আসতে পারে। উচ্চরক্তচাপ দেখা দিলে সতর্ক থাকবেন।
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এএ