মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
সরকারি চাকরিক্ষেত্রে কোনো সংবাদ পেয়ে আনন্দিত হবেন। উচ্চশিক্ষায় নিযুক্ত ছাত্র-ছাত্রীদের সচতেন হওয়া দরকার।

কোন ঘটনার দায়িত্ব আপনার ওপর এসে পড়তে পারে। নিজের জিদের বশে কোনো কাজ করবেন না। গুরুজনদের পরামর্শে উপকৃত হবেন। আপনার সুনাম হবে।

নিজের ভুলের জন্য কোনো কাজে অর্থক্ষতি হবে। ঠাণ্ডা মাথায় কাজ করবেন। সামনে অনেক সুযোগ আসবে। কোনো বন্ধুবিয়োগের শোক পেতে পারেন। অর্থ পেতে অধিক বিলম্ব হবে।

স্বাস্থ্য সম্বন্ধে সতর্ক থাকবেন। কারোর প্রতি অন্ধ বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক অসুবিধা দেখা দেবে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

স্ত্রীর স্বাস্থ্য ভাল যাবে না। নতুন কোনো ব্যবসায় নামার আগে নিজের সামর্থ বিচার করে নেবেন। শরীরের দিকে লক্ষ্য রেখে কাজকর্ম করবেন।

শারীরিক কষ্টের আশঙ্কা রয়েছে। কিছু অর্থ হাতে আসার ফলে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। কলকারখানা বা ইঞ্জিনে যারা কাজ করেন সতর্ক থাকবেন।

সময়টা আপনার অনুকুল নয়। হিসাবরক্ষার কাজে নিযুক্ত ব্যক্তিদের ভুল-ত্রুটির ব্যাপারে সতর্ক থাকা দরকার। নিজের ওপর আস্থা রেখে ঠিক পথে চলবেন।

অপরের ক্ষতি হতে পারে। অর্থকরী উদ্যম ও বিশেষ কোনো কাজে কৃতকার্য হওয়ার সম্ভাবনা। কোনো শুভ সংবাদ পেতে পারেন। কোনো বন্ধুর দ্বারা উপকার পাবেন।

দাম্পত্য জীবনে একটা নিরাশাভাব দেখা দেবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দূর হবে। কোনো নতুন পরিকল্পনা করতে পারেন। চিকিৎসকদের প্রসার ও সুনাম বাড়বে।

কোনো কাজে অর্থক্ষতি হতে পারে। ভ্রমণ শুভ। চাকরিক্ষেত্রে অনিশ্চয়তা দূর হবে। সাংসারিক ব্যয়বৃদ্ধি বা সন্তানদের অবিচেনাপূর্ণ কাজের ফলে অসহায় বোধ করবেন।

বিবাহিত কন্যার জন্য অর্থব্যয় হবে। নিজের ক্ষমতা ও সামর্থ অনুযায়ী কাজ করবেন। মানসিক চিন্তা বাড়বে। কাজ-কর্মে ভুল হওয়ার সম্ভাবনা আছে।

লেদের কারখানায় যারা কাজ তাদের আর্থিক উন্নতি হলেও কোনো কারণে বিপদ আসতে পারে। ঠিকাদারদের কাজে স্থানীয় বাঁধায় বিভ্রান্ত হবার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এসআইএস