মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
চাকরিক্ষেত্রে পরিশ্রম বাড়বে। ব্যয়বাহুল্যের ফলে মানসিক শান্তি বিঘ্নিত হবে।

পুরনো কোনো সমস্যার সমাধান করতে পারবেন। দালালিতে অর্থপ্রাপ্তির যোগ। ব্যবসাক্ষেত্রে আয় বৃদ্ধি। শরীর ভালো যাবে না।

ব্যবসায় ব্যয়বৃদ্ধি হলেও অসুবিধা হবে না। অপত্যসুখ লাভ করবেন। শরীরের প্রতি যত্ন নেবেন। আর্থিক ব্যাপারে কোনো সমস্যা আসতে পারে।

পরিবারের কোনো বিশেষ কাজে মতবিরোধ দেখা দিতে পারে। কোনো কারণে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। কাজকর্মে মন বসবে না।

বাবা-মায়ের শরীর ভালো যাবে না। চিন্তা বাড়বে। কোনো আত্মীয়ের কাছে আর্থিক সহযোগিতা পাবেন। হঠাৎ সমস্যায় পড়তে পারেন।

সাবধান থাকুন। চাকরিক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে। বিভিন্ন কারণে অর্থব্যয় হওয়ার ফলে সঞ্চয়ের আশা নেই। চাকরিক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মাতনৈক্য হতে পারে।

কাজকর্মে চাপ থাকলেও সব শেষ করতে পারবেন না। আর্থিক অসুবিধা দেখা দিতে পারে। কোনো বন্ধুর সাহচর্যে আনন্দ পাবেন। ভ্রমণ শুভ।

চলাফেরায় অথবা যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় সতর্ক থাকবেন। আপনার প্রণয় বিবাহে পরিণত হতে পারে। বিভিন্ন কারণে ব্যয় বাড়বে।

ক্রীড়াবিদদের চাকরির সুযোগ আসবে। প্রেমে সফলতা আসবে। নতুন লাভজনক কাজের সুযোগ পাবেন। আত্মীয় সমাগমে ব্যস্ত হতে পারেন।

মজুতদারি ব্যবসায় লাভ হতে পারে। সরকারি চাকরিক্ষেত্রে কোনো সংবাদে বিচলিত হতে পারেন। অপ্রত্যাশিত জায়গায় বদলির সম্ভাবনা। প্রেমে বদনাম পাবেন।

নিজের ভাগ্য নিজেকে গড়ে নিতে হবে। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে প্রতিষ্ঠা লাভ করবেন। চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

নতুন যোগাযোগের ফলে অর্থোপার্জনের সুযোগ আসবে। ব্যবসার দিক থেকেও শুভফল পাবেন। আয় বাড়বে। শুভ ফল। পারিবারিক কোনো সমস্যা আসতে পারে। কাউকে সাহায্য করে নিজে বিপদে পড়তে পারেন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২১, ২০১৮
এএ