আজ কেমন যাবে
তারিখ: ১৭/০২/২০১৬মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেম নিয়ে কোনো আত্মীয়ের তৈরি সমস্যায় পড়তে পারেন। কর্মে বাধা আছে।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

শিক্ষায় শুভ ফল লাভ করবেন। নতুনভাবে কাজের উৎসাহ পাবেন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে বাধা কাটবে। আর্থিক বিষয় নিয়ে সমস্যার সমাধান। শুভ দিক দক্ষিণ।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৫

প্রেম নিয়ে সমস্যার সমাধান। শারীরিক সমস্যার যোগ। ভ্রমণযোগে বাধা। পরীক্ষায় সাফল্য। কর্মে উন্নতি। ব্যবসায় বাধামুক্তি। আর্থিকযোগ শুভ।
শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

দীর্ঘদিনের শারীরিক সমস্যার সমাধান হতে পারে। শিক্ষাযোগে বাধা আছে। পারিবারিক জীবনে সমস্যার সমাধান হবে। শুভ দিক উত্তর।
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

নতুন কাজে বন্ধুর সাহায্য। যাত্রাযোগে শুভ ফল। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান। প্রেমের বিষয়ে সফলতা লাভের সম্ভাবন। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান। যাত্রাযোগ শুভ।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

শুভ দিক পশ্চিম। প্রেমের ক্ষেত্রে শুভ। পারিবারিক সমস্যার সমাধান হবে। যাত্রাপথে বাধা আছে। শিক্ষাক্ষেত্রে সমস্যার যোগ। বন্ধুর সাহায্যে উন্নতি। শুভ দিক উত্তর।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৫

আর্থিক বিষয়ে লাভের যোগ। প্রেম নিয়ে সমস্যা হতে পারে। কাছে মানুষের থেকে শত্রুতা আসতে পারে। বিদেশ ভ্রমণের বাথা কাটবে। যাত্রাযোগ শুভ।
শুভ রং লাল, শুভ সংখ্যা : ৫

শিক্ষা নিয়ে শুভযোগ বর্তমান। পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত। যাত্রাযোগে শুভ ফল। নতুন কাজের সন্ধান। প্রেম নিয়ে সমস্যার সমাধান। শুভ দিক পশ্চিম।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

পুরনো শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে শুভ। প্রেমযোগে বাধা আছে। বিনোদনের সুযোগ। পরিবারের সমস্যার সমাধান। যাত্রাযোগ শুভ।
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২০

প্রেম নিয়ে পরিবারে সমস্যার ইঙ্গিত। দাম্পত্যযোগ শুভ। সন্তানকে নিয়ে চিন্তা। কর্মে উন্নতি। বন্ধুর সাহায্য লাভ। বিদেশযাত্রার বাধামুক্তির যোগ। যাত্রাযোগ শুভ।
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১২

প্রেম নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরধের সম্ভাবনা। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগে শুভ ফল লাভ। আর্থিকযোগ শুভ। শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা। শুভ দিক পশ্চিম।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১১

প্রেমের সম্পর্কের ভিতর সংশয় আসতে পারে। দাম্পত্য সম্পর্কে উন্নতি। শিক্ষাযোগ শুভ। দাম্পত্য সম্পর্কে উন্নতি। শুভ দিক উত্তর।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএ