আজ কেমন যাবে
তারিখ: ৩১/০১/২০১৬
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
বন্ধুর সাহায্যে কর্মক্ষেত্রে সমস্যার সমাধান। শিক্ষা মিশ্র।
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : .৩২

পারিবারিক সমস্যার সুরাহা। কর্মে উন্নতি। ব্যবসায় সুবিধা লাভ। বিদেশযাত্রার সম্ভাবনায় বাধা। প্রেমের ক্ষেত্রে বন্ধুর সাহায্য। যাত্রাযোগ শুভ।
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩৭

কর্মক্ষেত্রে হিসাব করে পা ফেলুন। সহকর্মীর শত্রুতা। ব্যবসায় সমস্যা। আর্থিকযোগে বাধা। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ মঙ্গলময়। শুভ দিক দক্ষিণ।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬৬

আর্থিক সঞ্চয়ের চিন্তা প্রয়োজন। পরিবারে শান্তি। শিক্ষায় উন্নতি। প্রেমযোগ শুভ। পেটের সমস্যায় কষ্ট। ভ্রমণের বাধামুক্তি। যাত্রাযোগ শুভ।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৪

প্রেমের সম্পর্কে উন্নতি। সমস্যার সমাধান। দাম্পত্য যোগ শুভ। কর্মে উন্নতি। শিক্ষা শুভ। যাত্রাযোগে সমস্যা। শুভ দিক পশ্চিম।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৫৬

পরিবারে সম্পত্তি নিয়ে সমস্যার সামধান। শিক্ষায় উন্নতি। প্রেম নিয়ে পরিবারে সমস্যা। আর্থিক দিকে উন্নতি। ব্যবসায় নতুন দিকের সন্ধান। শুভ দিক পশ্চিম।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪৬

ব্যবসায় নতুন কোনো পরিস্থিতি এলে পিছিয়ে যাবেন না। ব্যবসায় সাময়িক সমস্যা আসার আলো দেখাতে পারে। প্রেমযোগ শুভ। শিক্ষাযোগ শুভ। বিদেশ ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ।
শুভ রং: নীল, শুভ সংখ্যা : ৫৯

কর্মক্ষেত্রে লড়াই করে নিজের জায়গা তৈরি করতে হবে। ব্যবসায়ীদের জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩৩

আটকে থাকা কাজে সমাধানের রাস্তা বেরোতে পারে। প্রেম যোগ শুভ। শারীরিক সমস্যার সমাধান। যাত্রা যোগ শুভ। নতুন সম্পর্কের সূচনা। আর্থিক যোগ শুভ।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬৯

কর্মে উন্নতির লক্ষ্মণ। ব্যবসায় লাভ বৃদ্ধি। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া। পথে বাধা। বিদেশযাত্রায় বাধা। শিক্ষা শুভ। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে কিঞ্চিত বাধা।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬২

বন্ধুর উৎসাহে কাজে ইতিবাচক প্রভাব। প্রেমের ক্ষেত্রে বন্ধুর সাহায্য। শুভ দিক উত্তর। নতুন কাজে সফলতা। শিক্ষাক্ষেত্রে জটিলতা। যাত্রাযোগ শুভ।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১১

প্রেমযোগে বাধামুক্তি। সম্পর্কে নতুন দিক। পরিবারে শান্তি। কর্মে উন্নতি। আর্থিকযোগ শুভ। ব্যবসায় লাভ। ভ্রমণের যোগ। যাত্রাযোগ শুভ। শুভ দিক পশ্চিম।
শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এএ/