আজ কেমন যাবে
তারিখ: ৩০/০১/২০১৬মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেম নিয়ে হতাশামুক্তি। দাম্পত্য জীবন সুখের।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুসঙ্গে পড়ে সমস্যার মুখোমুখি। প্রেমে সমস্যা। কর্মক্ষেত্রে মিশ্র প্রভাব। শিক্ষায় বাধা। শারীরিক সমস্যা। পরিবারে মতবিরোধ। শুভ দিক পশ্চিম।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

প্রেম নিয়ে সফলতার সম্ভাবনা। শারীরিক সমস্যার ফলে চিন্তা। পথে সমস্যার যোগ। আর্থিক লাভ। ব্যবসায় উন্নতি। কর্মক্ষেত্রে প্রশংসা। যাত্রাযোগে বাধা।
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

আর্থিক বিষয়ে সচেতন না থাকলে সমস্যা। কর্মক্ষেত্রে উপস্থিত বুদ্ধির ব্যবহার প্রয়োজন। শিল্পচর্চার সঙ্গে যুক্তদের সফলতার সম্ভাবনা। শুভ দিক দক্ষিণ।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

কোমর ও ঘাড়ের ব্যথার সমস্যা বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে সমস্যার সমাধান। শিক্ষা শুভ। প্রেমযোগ শুভ। বিশেষ যাত্রার সুযোগ। যাত্রাযোগ শুভ।
শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

প্রেম নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনায় সুরাহা। দাম্পত্য সমস্যার সমাধান। শিক্ষা শুভ। কর্মে উন্নতি। ব্যবসায় ছোট ছোট বাধা। শুভ দিক উত্তর।
শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

আপনার আড়ালে আপনার কোনো পরিচিত প্রেমে সমস্যার সৃষ্টি করছে। কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। শিক্ষা মিশ্র। ব্যবসায় সমস্যা। যাত্রাযোগ শুভ।
শুভ রং সাদা, শুভ সংখ্যা : ১

সম্পত্তি নিয়ে সমস্যা। আইনি জটিলতা। শিক্ষার জন্য সম্মান লাভ। কর্মে বাধা। ব্যবসায় উন্নতি। আর্থিকযোগ শুভ। যাত্রাযোগ শুভ।
শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৮

হতাশা কাটিয়ে সফলতা লাভ। প্রেমের জন্য শুভ। শিক্ষা মিশ্র। কর্মক্ষেত্রে সমস্যা। ব্যবসা মিশ্র। শারীরিক সমস্যা। শুভ দিক পশ্চিম।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৪

ব্যবসার সমস্যা সমাধান। শিক্ষাযোগ শুভ। নতুন কাজের সন্ধান। যাত্রাযোগ শুভ। প্রেমযোগে বাধা। পথে সমস্যার সম্ভাবনা। যাত্রাযোগে বাধা।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

আবেগের বশে ভুল সিদ্ধান্ত। কর্মক্ষেত্রে জটিলতা। ভ্রমণের সম্ভাবনা। শিক্ষা শুভ। শুভ দিক উত্তর। যাত্রাযোগ শুভ। আর্থিক বিষয়ে সমস্যা। প্রেমযোগ মিশ্র।
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

প্রেমের সংশয় থেকে মুক্তি। যাত্রাযোগ শুভ। কর্মে উন্নতি। পথে বাধা। প্রেমের ক্ষেত্রে শুভ। শুভ দিক পশ্চিম। আর্থিকযোগ মিশ্র। উপহার বা প্রশংসা লাভের সম্ভাবনা।
শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এএ