আজ কেমন যাবে
তারিখ: ২৯/১২/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
নতুন প্রেম আসতে পারে। কর্মে বাধা।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

পারিবারিক সমস্যা। কর্মে বাধা। ব্যবসায় লাভ বাড়বে। বাহন ক্রয়ের যোগ। সম্পত্তি লাভ। প্রেমে বাধা। পথে চলুন সাবধানে। দাম্পত্য শুভ। শুভ দিক পশ্চিম।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

প্রেমের সমস্যার সমাধান। ব্যবসায় নতুন সুযোগ। কর্মে উন্নতি। দাম্পত্য জীবনে সমস্যা। সন্তানকে নিয়ে চিন্তা। পারিবারিক মতবিরোধ। যাত্রা শুভ।
শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

লোভের ফলে আর্থিক ক্ষতি। কর্মে উন্নতি। প্রেমে বাধা। পারিবারিক সুখ। বাসা পরিবর্তন। পথে আঘাতের যোগ। উপহার লাভ। শুভ দিক দক্ষিণ।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২

সম্পর্কে টানাপড়েন। প্রেমে সংশয়। দাম্পত্যে সমস্যা। কর্মে উন্নতি। প্রমোদ ভ্রমণ। বিনোদনের সুযোগ। ব্যবসা মিশ্র। যাত্রাযোগ শুভ।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

প্রেমে বন্ধুর তরফে বাধা। কর্মে উন্নতি। ব্যবসায় সমস্যা। পা, হাঁটু নিয়ে সমস্যা। বিদেশ ভ্রমণের সুযোগ। যাত্রাযোগ শুভ।
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫

ভুল সিদ্ধান্তের ফলে সমস্যা। পরিবারে অশান্তি। কর্মে সফলতা। অংশীদারি ব্যবসায় অসফলতা। যাত্রাযোগ শুভ। প্রেমের বাধা মুক্তি। শুভ দিক উত্তর।
শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৯

প্রেমের জন্য শুভ। সুখী দাম্পত্য। কর্মে উন্নতি। ব্যবসায় লাভ বাড়বে। শিক্ষা শুভ। স্বাস্থ্যে সমস্যা। পরিবারে শান্তি। যাত্রাযোগ শুভ।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

শুভ দিক পশ্চিম। প্রেমে বাধা মুক্তি। কর্মে গোপন শত্রুতা। ব্যবসায় উন্নতি। দাম্পত্যে সফলতা। হাঁটুর সমস্যা। যাত্রা শুভ।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯

প্রেমে বন্ধুর সাহায্য। পথে বাধা। কর্মে ক্ষতির সম্ভাবনা। ব্যবসায় লাভ বাড়বে। সন্তানকে নিয়ে চিন্তা। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য। শুভ দিক উত্তর।
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

কম কথা বলে বেশি লাভ। প্রেম শুভ। নতুন ব্যবসায় সাফল্য। কর্মে উন্নতি। পারিবারে সুখ বৃদ্ধি। বিদেশ যাত্রার সম্ভাবনা। বন্ধুর সাহায্য। যাত্রাযোগ শুভ।
শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১০

প্রেমে সফলতা কিছু দেরিতে। দাম্পত্যে শান্তি। ব্যবসায় উন্নতি। সহকর্মীদের সঙ্গে সমস্যা। চিকিৎসায় উন্নতি। বিনোদনের যোগ। ভ্রমণের সম্ভাবনা। শুভ দিক দক্ষিণ।
শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এএ