ঢাকা, বুধবার, ২৬ চৈত্র ১৪৩১, ০৯ এপ্রিল ২০২৫, ১০ শাওয়াল ১৪৪৬

রাশিফল

ধনুর যাত্রা শুভ, মেষের মিশ্র

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
ধনুর যাত্রা শুভ, মেষের মিশ্র

আজ কেমন যাবে
তারিখ: ০৯/১১/২০১৫

undefined

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৪
কোনো চক্রান্তের শিকার হয়ে আপনি কোনোভাবে অসম্মানিত হতে পারেন। সহকর্মীদের কাজকর্ম আপনাকে বিব্রত করবে।

জাতিকাদের বাড়িতে গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকের কাছে যেতে হতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ নয়। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

undefined

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

প্রেমের জন্য আজকের দিনটি শুভ। তবে প্রেমের পথে সামান্য কিছু বাধা আছে। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন। জাতিকাদের জীবনে নতুন সুযোগ আসবে এবং সামাজিক পরিচয় বাড়বে। যাত্রাযোগ দুপুরের আগে পর্যন্ত শুভ।

টোটকা: একটি নিমডাল কাছে রাখুন।

undefined

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯

আজ সহকর্মীদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অনুকূল। তবে প্রেম নিয়ে পরিবারের কোনো সদস্যের সঙ্গে মতের অমিল হতে পারে। জাতিকাদের বাবার অসুস্থতা চিন্তার কারণ হতে পারে। যাত্রাযোগ শুভ।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

undefined

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮

সহকর্মীরা কর্মক্ষেত্রে আপনার পছন্দমত সিদ্ধান্ত নিতে বিরত করতে পারে। বিনিয়োগের জন্য দিনটি কার্যকরী। জাতিকারা সৃজনশীল কাজে সফলতার যোগ। ব্যবসায়িক কাজে আজকের দিনটি কিছুটা প্রতিকূল থাকবে। যাত্রাযোগ শুভ।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

undefined

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :  ৬

আজকের দিনটি প্রেমের জন্য শুভ। তবে কর্মক্ষেত্র বা ব্যবসায় কারও কথায় বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আপনার ভাগ্যে দেখা যাচ্ছে। জাতিকাদের আজকের দিনটি মিশ্র কাটবে। যাত্রাযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে নীল ফুল আছে এমন ফুলের তোড়া রাখুন।

undefined

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

কর্মক্ষেত্র অথবা ব্যবসা নিয়ে চিন্তা আপনাকে উদ্বিগ্ন রাখবে। আজ দিনে আপনার নতুন ও কার্যকরী যোগাযোগ হবে। যাত্রাযোগ শুভ। আসতে পারে বিদেশ ভ্রমণের সুযোগ। জাতিকাদের সতর্ক থাকতে অতি আকর্ষণীয় যেকোনো প্রস্তাব সম্পর্কে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান।

undefined

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং লাল, শুভ সংখ্যা : ৫

সমস্যা থেকে বেরোতে পরিবারের সাহায্য নিন। প্রেমের প্রস্তাব করতে চাইলে আজকের দিনে প্রস্তাব পেশ করুন। উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। জাতিকাদের মধ্যে হার্ট, হাইপ্রেশারের রোগীরা সাবধানে থাকুন। যাত্রাযোগ শুভ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।
 

undefined

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪

দিনের শেষে ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আসতে পারে কোনো খুশির খবর। সমাগম হতে পারে আত্মীয় ও বন্ধুর। প্রেমের জন্য দিনটি শুভ। বৃশ্চিক জাতিকারা কর্মক্ষেত্র ও সন্তানের শরীর নিয়ে চিন্তায় থাকবেন। যাত্রাযোগ মিশ্র।
 
টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

undefined

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১০

পরিবারের কোনো সদস্যকে নিয়ে উত্তেজনা, বিতর্ক থাকলেও আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। আজকের দিনে প্রেমের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা থাকলে সেটিকে রদ করুন। জাতিকাদের থাইরয়েড বা অন্য হরমোনের সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ।

টোটকা: বাড়িতে গোলাপজল ছড়িয়ে দিন।

undefined

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

ব্যবসা অথবা কর্মক্ষেত্রে কিছু ঘটনা আপনাকে বিচলিত করবে। যাত্রাযোগে বাধা আছে। পথে আঘাতযোগ দৃশ্যমান। কোনো প্রতারকের কথায় আপনি প্রভাবিত হতে পারেন। জাতিকারাও আজকের দিনে অবিশ্বাসের ফলে আগাঘাত পেতে পারেন। প্রেমের জন্য দিনটি শুভ।
 
টোটকা: বাড়ির দক্ষিণে একটি ফুলের গাছ রাখুন।

undefined

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪

আজকের দিনে আপনার প্রেম ও নতুন বন্ধু লাভের সম্ভাবনা আছে। অর্থযোগ শুভ হলেও আজ আপনার খরচা বাড়তে পারে। জাতিকাদের ক্ষেত্রে প্রেমের প্রস্তাব অথবা উপহার আসতে পারে। যাত্রাযোগে বাধা আছে। শরীর নিয়ে বড় কোনো সমস্যা না থাকলেও দিনের মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্যে রক্তপাত বা আঘাতের সংকেত পাওয়া যাচ্ছে।

টোটকা: সামান্য চাল জলাশয়ে ভাসিয়ে দিন।

undefined

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৬

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার রাশিচক্রে শুভযোগ বাড়বে। সমস্যা এলেও আপনার সংযত ও নির্ভীক থাকা দরকার। জাতিকাদের লোভনীয় বস্তু থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল এবং সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।