আজ কেমন যাবে
তারিখ: ১৩/১০/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১৪
আজকের দিনে উত্তেজনার ফলে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নতুন ব্যবসার পরিকল্পনায় আংশিক সাফল্য পাবেন।
টোটকা: একটি আদার টুকরো মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

পারিবারিক সমস্যা উদ্বেগ বাড়াতে পারে। মনের অস্থিরতায় পারিবারিক ক্ষেত্রে জটিলতা বাড়বে। জমিজমা কেনার জন্য পরিবারে আলাপ-আলোচনা করলে ফল শুভ হবে। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে দুশ্চিন্তার অবসান। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।
টোটকা: সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে জলে ফেলে দিন।

বিষয়-সম্পত্তি নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে পারে। গাড়ি নিয়ে সমস্যা বৃদ্ধিতে দুর্ভোগ দেখা দিতে পারে। বহু চেষ্টা করেও সঞ্চয় আশানুরূপ হবে না। প্রেম-প্রণয়ে বাধার কারণে মানসিক চঞ্চলতা দিতে পারে। যাত্রাযোগ শুভ।
টোটকা: একটি পাত্রে কিছুটা গুড় বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

যৌথ উদ্যোগে সফলতা আসবে। অন্যের ইচ্ছায় ব্যবসায়িক সিদ্ধান্তে মত দিতে হবে। প্রেমযোগ শুভ রক্তচাপ বৃদ্ধি ও হৃদযন্ত্রের দুর্বলতায় বিপত্তি দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ।
টোটকা: সদর দরজার সামনে কিছুটা ফুল একটি পাত্রে পানিতে ভিজিয়ে রাখুন।

হঠকারি সিদ্ধান্ত আপনার আর্থিক ক্ষতি করবে। বন্ধুর প্ররোচণায় মানহানির আশঙ্কা। বিপদে স্বজনদের পাশে পেতে পারেন। বাণিজ্যিক কাজে সফল হবেন। প্রেম নিয়ে পারিবারিক সমস্যার যোগ আছে। যাত্রাযোগ মধ্যম।
টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

গ্রহের প্রভাব গোটা দিন ধরে বজায় থাকবে। আপাতত বিনিয়োগ না করাই ভালো। ব্যবসায় যুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধির শুভযোগ আছে। যাত্রাযোগ মধ্যম। তবে আঘাতের যোগ আছে। প্রেম ও দাম্পত্যযোগে সমস্যার লক্ষণ আছে।
টোটকা: একটি হলুদ কাপড়ে কিছুটা সরষে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

পেটের ব্যধিতে সমস্যা দেখা দিতে পারে। শরীর নিয়ে যথেষ্ট সতর্ক থাকা দরকার। নতুন উদ্যম ও কর্ম পরিচালনায় সাফল্যের যোগ আছে। অর্থযোগে মিশ্র ফলাফল লাভের সম্ভাবনা। প্রেমযোগ নেই। যাত্রাযোগ শুভ।
টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

কোনো আত্মীয়ের জটিল অভিসন্ধিতে পরিবারে জটিলতা বৃদ্ধি ও সম্মানহানি হতে পারে। শত্রুদের কাজে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করতে হবে। প্রেমযোগ নেই। যাত্রাযোগ সন্ধ্যার আগে শুভ।
টোটকা: পাত্রে সরিষার তেলের মধ্যে একটি কয়েন সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু জটিলতা বাড়বে ব্যবসায়। দিনের শেষভাগে পরোপকারে অর্থব্যয় হতে পারে। ব্যবসায়ীদের শুভ দিন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়।
টোটকা: অল্প দুধ একটি পাত্রে রেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

ভ্রমণের পরিকল্পনা হতে পারে। বিতর্ক, বিবাদ ও সমস্যা কিছুটা হলেও মিটতে পারে। আজকের দিনে মকদ্দমার ফল অনুকূলে যেতে পারে। সামাজিক কাজের সুবাদে সুনাম ও সামাজিক প্রতিপত্তি বাড়বে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ মিশ্র।
টোটকা: তিনটি কড়ি বাঁ দিকের পকেটে রাখুন।

দিনের শুরুতে আর্থিক বাধা আসবে। দিনের শেষে সেটি কেটে যাবে। দিনের মধ্যভাগে কর্মক্ষেত্র বা ব্যবসায় বিশেষ নজরদারি দরকার। দুস্থ ব্যক্তিকে অর্থ সাহায্য করতে পারবেন। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগে বাধা থাকায় সাবধানে গাড়ি চালানো দরকার।
টোটকা: তিনটি আমড়া ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

কোনো আত্মীয়ের অযাচিত প্রবেশ পারিবারিক ক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। বিকল্প কর্মসংস্থানের জন্য উদ্যোগে সাফল্যের ইঙ্গিত পাবেন। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।
টোটকা: তিনটি কয়েন লাল কাপড় দিয়ে জড়িয়ে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এএ