আজ কেমন যাবে
তারিখ: ১৬/০৮/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
একা চেষ্টা না করে পরিবারের সবাইকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলে সুবিধা হবে। কোনো সমস্যার মুখোমুখি হলে সিদ্ধান্ত নিতে সময় নিন।
টোটকা: একটি লাল কাঁচামরিচ একটি পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

আপনাকে তোষামোদ করার পিছনে থাকতে পারে কোনো বিশেষ উদ্দেশ্য। নিকটাত্মীয়ের কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দিন।

দিনের মধ্যে কোনো অবাঞ্ছিত ঘটনা আপনার মনকে চঞ্চল করে তুলবে। গোটা দিন কাটবে অভিভাবকদের শরীরের জন্য দুশ্চিন্তা নিয়ে। তবে সন্তানকে নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন। প্রেমযোগ আছে।
টোটকা: একটি কাঁচা বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

ধৈর্য হারানোর সমস্যা নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। অপ্রয়োজনীয় মন্তব্য করলে আজকের দিনে সমস্যায় পড়বেন। অর্থলাভের যোগ আছে। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: মাটির ঘটে জল দিয়ে তাতে কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

গ্রহের শুভযোগের ফলে লাভ বাড়বে। তবে সন্ধ্যের পর অশুভ যোগ দেখা দিতে পারে। আপনার কোনো পরিচিত আপনার গোপনে ক্ষতির চেষ্টা করতে পারে। আগের পাওনা ফেরত পাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছ। প্রেমযোগ শুভ।
টোটকা: একটি বোঁটাযুক্ত পান একটি গোটা সুপারি ও একটি কলা বাড়ির পশ্চিমে রেখে দিন।

কাজের মধ্যে সমস্যা অপ্রতিহত মনে হতে পারে। মনকে স্থির রাখুন। কাজের জন্য অভিনন্দন লাভ করবেন। পরিবারের লোকজন আজ আপনাকে নিয়ে আনন্দ করবে। প্রেমযোগ আছে।
টোটকা: একটি লাল সুতির কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

রাশিচক্র আপনাকে এনে দেবে কাঙ্ক্ষিত সাফল্য। অন্যের জয় পরাজয় নিয়ে চিন্তা না করে নিজের পরিকল্পনার দিকে মন দিন। যেকোনো ধরনের সুবিধাজনক মনে হচ্ছে এইরকম সুযোগ এলেই সেটিকে আঁকড়ে ধরবেন না। প্রেমযোগ আছে।
টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল ও সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

দ্বিতীয়বারের চেষ্টায় কাজে সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে। বিরুদ্ধ পরিস্থিতি থেকে জন্ম নেওয়া শত্রুতার সম্মুখীন হতে হবে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। বিকেলের পর শুভ পরিবর্তন। পারিবারিক কারণে মনে সুখ-শান্তি বজায় থাকবে।
টোটকা: কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

অল্প প্রাপ্তিতে সন্তুষ্ট না হলে সমস্যায় পড়বেন। আজকের দিনে আপনার শত্রুপক্ষ অবদমিত থাকবে। কাজের অগ্রগতি বজায় থাকবে। পারিবারিক জীবনের বিশেষ মুহূর্তকে উপভোগ করতে পারবেন।
টোটকা: একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।

সিন্ধান্ত নেওয়ার সময় নিজের উপর ভরসা রাখুন। অন্যের কথায় মত পরিবর্তন না করলে আপনার সিদ্ধান্ত সমাদৃত হবে। সহোদর স্থানীয় কারও সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। সন্ধ্যে থেকে পরিবেশ জটিলতা মুক্ত হতে শুরু করবে। কর্মে লাভ ও স্বজন সুখের লক্ষণ দেখা যাচ্ছে।
টোটকা: একটি নাভিশঙ্খ নিজের কাছে রাখুন।

চুরি, পকেটমারি থেকে সতর্ক থাকুন। একবারে না হলে ধীরে ধীরে সমস্যাটির সমাধানের চেষ্টা করুন, সমাধান বেরিয়ে আসবে। সারাদিনে বিভিন্ন ধরনের মিশ্র পরিবেশের মুখোমুখি হতে হবে। প্রেমযোগ স্পষ্ট নয়।
টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

কোনো কথা দেওয়ার আগে যথেষ্ট সতর্ক হোন। আজকের দিনে কোনো ধরনের লেনদেন না করাই ভালো। কাজের অগ্রগতি নিয়ে চিন্তায় থাকবেন। নিজে কাজে নিজে করুন তবেই কাজের বাধা থেকে মুক্তি ঘটবে। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পরুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এএ