আজ কেমন যাবে
তারিখ: ১১/০৮/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬ সবুজ, শুভ সংখ্যা : ১৯
অর্থ সমস্যা কাটতে শুরু করবে। আর্থিক উন্নতির সঙ্গে কমতে থাকবে মানসিক চাপও।
টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পরুন।

প্রেম, বিবাহ ও দাম্পত্য নিয়ে আপনাকে অনেকে অনেক ধরনের মত দেবে। অন্য কারও কথা শুনে ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ীদের জন্য শুভ খবর আসতে পারে।
টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

ব্যবসায় নতুন পরিকল্পনা দারুণ সফলতা লাভ করতে পারে। রাশিচক্র শুভ থাকায় রোজগারের সমস্যা হবে না। তবে পরিকল্পিতভাবে কেউ আপনাকে হেয় করতে পারে। উত্তেজিত হয়ে করা মন্তব্য নিয়ে সমস্যায় পড়তে পারেন।
টোটকা: একটি নাভিশঙ্খ নিজের কাছে রাখুন।

পরিবারের উপর আপনার প্রভাব আলগা হওয়ার লক্ষ্মণ দেখা যাচ্ছে। দুপুরের পর প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। সম্পত্তি যোগ শুভ। শুভ খবর এলে সবাইকে দ্রুত জানাবার ব্যবস্থা নিন। শরীরে অস্বস্তি লাগলে বিশ্রাম নেওয়া দরকার।
টোটকা: একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।

প্রেমের প্রচেষ্টায় বাধা আছে। তবে সেগুলি টপকে যেতে পারলেই সাফল্য। দুপুরের পর শুভ পরিবর্তন দেখা দেবে। পরিবারের সবাইকে কাছে পাবেন। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা বাড়বে। অর্থসমস্যা প্রত্যক্ষভাবে নেই।
টোটকা: একটি পাত্রে যব, গম , চাল, কালো জিরা, কাঁচামরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

দাম্পত্য জীবনে সময় দিতে বা পারার ফলে দূরত্ব বাড়তে পারে। গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকুন। আর্থিক সমস্যা আছে। দুপুরের পর থেকে প্রতিকূলতা কমতে পারে। কোনো বিষয় নিয়ে মানসিক যন্ত্রণার হতে পারেন।
টোটকা: শয়নকক্ষের দক্ষিণে গোটা দিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন।

প্রেম নিয়ে হতাশ হয়ে পড়লে সাফল্য লাভ করতে পারবেন না। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সফলতা আপনার জীবনে আসবে তার নিজের নির্ধারিত সময়ে, তাড়াহুড়া করে কোনো লাভ হবে না। দিনের শেষ অংশ কিছুটা বাধাবহুল।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

ব্যবসার হিসাব অন্য কারও হাতে ছেড়ে দিলে ক্ষতির প্রবল সম্ভাবনা আছে। সময়ের মধ্যে কাজ শেষ করতে গিয়ে সমস্যা হবে। নিয়মের বাইরে কোনো কাজ করতে যাবেন না। অর্থলাভ হতে পারে।
টোটকা: একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।

বাইরের সমস্যা পরিবারের ভিতরে সমস্যা সৃষ্টি করতে পারে। আত্মীয়দের কারণে মনোসংযোগে ব্যাঘাত হতে পারে। বদল করতে হতে পারে কাজের পরিকল্পনা। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে।
টোটকা: লোহা, দস্তা ও তামা তিনটি ধাতুর ছোট টুকরো নিজের পকেটে রাখুন।

বেশি লাভের আশায় তাড়াহুড়া করবেন না। মনে শান্ত ভাব না থাকায় কাজে ভুল হতে পারে। আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠতে পারে। কর্মক্ষেত্রে গ্রহগত বাধার ফলে কাজের অগ্রগতিতে কিছুটা সমস্যা হতে পারে।
টোটকা: একটি কাঁচা কলাকে তেল ও সিঁদুর মাখিয়ে সমানভাবে দুই টুকরো করে বাড়ির পিছনের অংশে মাটির পাত্রে রেখে দিন।

পেশাগত কাজে পরিশ্রম বাড়বে। পরিবারে কিছু কিছু সমস্যা আসবে। প্রতিবেশী কাউকে আর্থিক সহায়তা করবেন। গুরুত্বহীন কাজে অর্থ ব্যয় হতে পারে। প্রেমযোগ আছে।
টোটকা: তিনটি খেজুর, সামান্য ঘি ও কিছুটা চাল বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে স্থাপন করুন।

আর্থিক ব্যাপার নিয়ে আত্মীয়দের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠাণ্ডা না রাখতে পারলে সমস্যা বাড়বে। তবে আত্মীয়দের মধ্যে কোনো ক্ষুদ্র কারণে দূরত্ব বেড়ে যাবে। নিজের উদ্দেশ্য সফল হবেন। প্রেমযোগ শুভ।
টোটকা: একটি কলা গাছের কাণ্ড অর্থাৎ ‘থোড়’, দুটি টুকরো করে একটি মটির পাত্রে বাড়ির দক্ষিণে সারাদিন রেখে দিন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এএ/এটি