আজ কেমন যাবে undefined
তারিখ: ১৯/০৭/২০১৫
বাস্তবের মুখোমুখি হতে ভয় পাবেন না। বাস্তব অবস্থাকে মেনে নিয়ে এগিয়ে যান জাতিকারা নিকটাত্মীয়ের দ্বারা পারিবারিক সমস্যার শিকার হতে পারেন।
টোটকা: পাঁচটি ছোলা জলে ভিজিয়ে বাড়ির উত্তর দিকে একটি মাটির পাত্রে সারাদিন রেখে দিন।

undefined
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪কাজ পরে করবো বলে ফেলে রাখবেন না। বাকি কাজ শেষ করে নতুন পরিকল্পনা শুরুর করুন। জমি-বাড়ি সংক্রান্ত সমস্যার সুরাহা হতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রের সন্ধান হওয়ার বার্তা থাকছে। গোটা দিন জল থেকে সাবধানে থাকুন।
টোটকা: সারাদিন একটি পাত্রে পানিতে গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে রাখুন।

undefined
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭ভয় পেয়ে নতুন কাজ থেকে পিছিয়ে আসবেন না। ভয় কাটালেই আপনার জন্য অপেক্ষা করছে সাফল্য। ব্যবসার ক্ষেত্রে চোখ-কান খোলা রাখুন। প্রেমের জন্য আজকের দিনটি অনুকূল। জাতিকাদের চাকরিক্ষেত্রে বিশেষ সুযোগ আসতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দরজার বিপরীত রেখে দিন।

undefined
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২অন্যের কথার উপর ভরসা না করে সমস্যার সমাধানে নিজে এগিয়ে যান। সমস্যার ভেতরে প্রবেশ করলেই তার থেকে বেরোবার রাস্তা খুঁজে পাবেন। জাতিকাদের ক্ষেত্রে অযাচিত সুযোগ আসতে পারে, তবে তাকে বিচার বিবেচনা করে গ্রহণ করুন।
টোটকা: শোবার ঘরে ৫টি সাদা ও হলুদ ফুল জলে ভাসিয়ে রাখুন।

undefined
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন না। বাধা থাকলেও আপনার ভাগ্যে আছে সফলতা। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা জাতিকাদের ক্ষেত্রে আত্মীয়দের উপস্থিতি পারিবারিক সমস্যাকে জটিল করে তুলবে। প্রেমযোগ আছে।
টোটকা: কাজের জায়গায় একটি তুলসী গাছ রাখুন।

undefined
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪আলোচনা করুন। দরকার হলে বারবার আলোচনা করুন। আলোচনার মাধ্যমেই বেরিয়ে আসবে লুকিয়ে থাকা সমাধানের সূত্র। জাতিকারা বন্ধু অথবা আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা থাকবে।
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

undefined
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা: ৯বিগত দিনের অসফলতার কথা ভেবে পিছিয়ে আসবেন না। আপনার রাশিচক্র আপনাকে সফলতা পেতে সাহায্য করবে। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। হাঁপানির সমস্যা কষ্ট দিতে পারে। আজকের দিনে প্রেমযোগ শুভ নয়।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

undefined
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা: ৬অন্য কেউ এসে আপনার সমস্যার সমাধান করে দেবে এই আশায় থাকবেন না। আপনি সমস্যার মুখোমুখি না হলে সমস্যার সমাধান হবে না। জাতিকারা বিতর্ক থেকে দূরে থাকুন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা আছে। প্রেম নিয়ে মতবিরোধ, ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সমস্যা মিটে যাবে।
টোটকা: কাজের টেবিলে একটি গাছ রাখুন।

undefined
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪সম্মান চাইলেই আপনি ছোটোদের কাছে সম্মান পাবেন এমনটা নয়। তাদের কাছে সঠিক উদাহরণ হয়ে উঠলে তারা নিজেরাই পানাকে এগিয়ে এসে সম্মান করবে। জাতিকারা আগুন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
টোটকা: একটি গোটা ফলসহ তিনটি জবা ফুল জলে ভাসিয়ে দিন।

undefined
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২সন্তান আপনার অবাধ্য হলে তার উপর রেগে না গিয়ে তার সঙ্গে বন্ধুর মতো মিশে তাকে আপনার বক্তব্য বোঝানোর চেষ্টা করুন। জাতিকাদের সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। নিকটাত্মীয় বা বন্ধুর দ্বারা অসম্মানিত হতে পারেন।
টোটকা: কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন, আতর বা সুগন্ধি বাড়ির দরজার পাশে রাখুন।

undefined
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮জোর করে বা কোনোভাবে বাধ্য করে আপনি ভালোবাসা লাভ করতে পারবেন না। ভালোবাসা পেতে হলে মন খুলে আপনাকে অন্যদের ভালোবাসতে হবে। জাতিকাদের ক্ষেত্রে পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ও তার মাধ্যমে নতুন লাভের যোগ আছে। অবসাদ থেকে নিজেকে দূরে রাখুন। প্রেমযোগ শুভ।
টোটকা: একটি কয়েন লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।

undefined
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪কোনো ব্যক্তিকে তোষামোদ করে খুশি করার চেষ্টা না করে আপনার তার সমস্যায় পাশে থাকলে আপনার আখেরে লাভ হবে। জাতিকারা উপহার লাভ করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।
টোটকা: পাখিদের শস্য দান আপনার জন্য অতি শুভ।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এএ/