আজ কেমন যাবে
তারিখ: ১২/০৭/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা ও সবুজ, শুভ সংখ্যা : ১৪
ব্যবসায় সুযোগ আসতে চলেছে, ব্যবহার করতে পারলে যথেষ্ট লাভ হবে। গুরুজনদের বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

ব্যবসার সমস্যার আজ কিছুটা সুরাহা হতে পারে। পোশাক ব্যবসায়ীদের ক্ষেত্রে সফলতা পাওয়ার আশা আছে। আজ জমি-বাড়িতে বিনিয়োগ করতে পারেন। জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। চোখের সমস্যা কষ্ট দিতে পারে।
টোটকা: সাদা পোশাক পরুন।

উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বজায় থাকবে। এর ফলে ব্যবসায় ক্ষতির যোগ। খাদ্যদ্রব্য সংক্রান্ত বাণিজ্যের ক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা। জাতিকাদের কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। প্রেমযোগ শুভ।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দরজার বিপরীত রেখে দিন।

আজকের দিনে নাটক, সিনেমার সঙ্গে যুক্ত মানুষরা সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ আছে। জাতিকারা সহকর্মীর চক্রান্তের শিকার হতে পারেন। আত্মীয়দের কাছ থেকে যোগ্যতা অনুযায়ী গুরুত্ব পাবেন না। প্রেমযোগ নেই।
টোটকা: শোবার ঘরে ৫টি সাদা ও হলুদ ফুল রাখুন।

মাতুল সূত্রে সম্পত্তি লাভের যোগ আছে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা দেখা যাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে দিনটি অশুভ। জাতিকাদের উচ্চ রক্তচাপ ও অবসাদজনিত সমস্যা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।
টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

পারিবারিক ব্যবসা ও আপনার নিজের ব্যবসায়িক পরিকল্পনার মধ্যে সংঘাত আসতে পারে। ব্যবসা নিয়ে পরিবারে আসতে পারে মনোমালিন্য। তৃতীয় ব্যক্তি আপনার পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করবে। প্রেমের ক্ষেত্রে শুভ। জাতিকাদের রক্তপাতের যোগ আছে।
টোটকা: একটি গোটা সুপারি, একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

প্রেম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনও কিছুটা বাধাবিঘ্নময়। পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে আপনাকে সমস্যার মুখে পড়তে হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে দিনের প্রান্তভাগে আকস্মিক ঘটনা আনন্দিত করতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি উৎকৃষ্ট নয়।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

ব্যবসার অংশীদারদের মধ্যে মতবিনিময়ে উত্তেজনার সৃষ্টি হতে পারে। উত্তেজনা নিয়ত্রণ করুন। জাতিকাদের সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। চাকরির নতুন খবর আসতে পারে। শুভ ধাতু তামা।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

যতটা সম্ভব রকম পার্শ্ববর্তী ব্যবসায়ীদের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন। চোখের সমস্যা নিয়ে ভুগতে পারেন। দিনের মধ্যভাগ থেকে স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা শুরু হতে পারে। জাতিকারা বিশেষ করে নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। কোন নিকটাত্মীয়র উন্নতির খবর আসতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

আপানর নিজের শখ মেটাতে বেশ কিছু অর্থ খরচের যোগ দেখা যাচ্ছে। স্ত্রী অথবা মাতুল তরফে আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ। জাতিকাদের কাছের বন্ধুর দিক থেকে বিশ্বাসভঙ্গের যোগ আছে। প্রেম বাধাযুক্ত।
টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন।

আজকের দিনে ব্যবসাজনিত সমস্যার সমাধান হবে। প্রশাসনিক কর্মে যুক্ত ব্যক্তিরা কর্মে সফলতা পাবেন। তবে কোনো অর্থ বিনিয়োগ করবেন না। জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ। যোগাযোগ বাড়বে।
টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন।

আপনি খরচা নিয়ন্ত্রণ করতে চাইলেও এ বিষয়ে সফল হবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের অনৈতিক কর্মে আপনার চিন্তা বাড়বে। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। জাতিকারা কোনো বিতর্ক থেকে দূরে থাকুন। প্রেমযোগ আছে।
টোটকা: তৃণভোজী প্রাণীদের খাদ্য দান করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এএ