আজ কেমন যাবে
তারিখ: ০৭/০৭/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
নতুন বাহন কেনার জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে আসবে সফলতা।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

মানুষ চিনতে ভুল কবার ফলে চেনা মানুষের কাছে আঘাত পাবেন। ব্যবসায় লাভের যোগ আছে। তবে পারিবারিক অশান্তির শিকার হতে পারেন। জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। গোটা দিন মন থাকবে অশান্ত ও কর্মবিমুখ।
টোটকা: দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

ব্যবসায় লেনদেন বাড়বে, বাড়বে লাভের পরিমাণও। তবে পাওনা টাকা নিয়ে ব্যবসায় উত্তেজনার সৃষ্টি হতে পারে। জাতিকাদের জন্য কোনো শুভ খবর আসতে পারে। জাতিকাদের নতুন চাকরি লাভের যোগ আছে। পারিবারিক জীবনে সমস্যার সমাধান হবে।
টোটকা: একটি মাতির ডেলা ও তিনটি করি একসঙ্গে রাখুন। ।

জলবাহিত বা খাবার থেকে পেটের রোগের সম্ভাবনা আছে। দম্পতিদের মধ্যে মনোমালিন্যের যোগ আছে। প্রেম নেই। কর্কট জাতিকারা কর্মক্ষেত্রে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ঊষালগ্নে জন্মগ্রহণ করেছেন এমন জাতিকাদের ক্ষেত্রে বিশেষ শুভযোগ আছে।
টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

ব্যবসা শুভ, কিন্তু বাড়বে খরচও। এর ফলে অর্থ রোজগার করতে পারবেন কিন্তু সঞ্চয় হবে না। কর্মক্ষেত্রে শুভ প্রভাব অব্যাহত থাকবে। প্রেমের জন্য দিনটি শুভ। জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে।
টোটকা: একটি কয়েন ও একটি কড়ি নিজের কাছে রাখুন।

আজ দিনভর থাকবে ব্যস্ততা। ব্যবসার জন্য দিনটি শুভ। তবে প্রেমের যোগ নেই। জাতিকাদের জন্য পেশাগত বিষয়ে নতুন সুযোগ আসতে পারে। শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণের যোগ আছে।
টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান।

প্রেম নিয়ে মন অবসাদগ্রস্ত থাকবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য শুভ সংবাদ আসতে পারে। প্রেমের যোগ আছে। জাতিকাদের জন্য মানসিক বিষয়ে কিছু সমস্যার যোগ দেখা যাচ্ছে। পারিবারিক মিশ্র প্রভাব বজায় থাকবে।
টোটকা: শোবার ঘরে একটি পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।

পারিবারিক জটিলতা সামলাতে গিয়ে মনের উপর চাপ বাড়বে। প্রেম ও দাম্পত্যে মনোমালিন্য দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেত্রে পরিবারে অশান্তির সামনাসামনি হতে হবে। দুপুরের পর থেকে সমস্যা কমলেও আজকের দিনে জাতিকাদের ক্ষেত্রে দিনটি থাকবে সমস্যায় ঘেরা।
টোটকা: পাঁচটি করি কাজের জায়গায় রাখুন।

ব্যবসায় পরিস্থিতির বিচার করে নতুন মূলধন বিনিয়োগ করুন। কর্মস্থলে সুযোগ আসবে তাকে কাজ লাগাতে পারলে সাফল্য পাবেন। জাতিকাদের শরীর নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। সন্তানকে নিয়ে ব্যস্ত থাকবেন। পরিবারে আত্মীয়দের আগমন ঘটতে পারে।
টোটকা: একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

নতুন গৃহ সম্পত্তি কেনার যোগ শুভ। ব্যবসায় শুভযোগ। প্রেমযোগ নেই। জাতিকাদের ক্ষেত্রে পারিবারে জটিলতা বাড়বে। চাকরিজীবী জাতিকাদের কর্মক্ষেত্রে ছোট ছোট পারিবারিক অসুবিধার যোগ আছে।
টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ আছে। ব্যবসায় সাফল্য আসতে পারে। প্রেমযোগ ক্ষীণ। জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও কুম্ভ জাতিকাদের পারিবারিক সমস্যা থেকে মুক্তির লক্ষণ দেখা যাচ্ছে।
টোটকা: দুধের সঙ্গে অল্প মধু মিশিয়ে পান করুন।

পাইকারি ও খুচরো বিক্রেতাদের ব্যস্ততা থাকবে তুঙ্গে। ব্যবসায় অর্থনৈতিক যোগ শুভ। প্রেমযোগ আছে। ছাত্রদের জন্য দিনটি আশার খবর নিয়ে আসবে। জাতিকাদের ক্ষেত্রে সংসারে জটিলতা কাটবে। ভ্রমণের যোগ আছে।
টোটকা: পাঁচটি যেকোনো ধাতু একটি লাল কাপড়ে জড়িয়ে কাজের টেবিলে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এএ