আজ কেমন যাবে
তারিখ- ০৯/০১/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১৪
প্রতিযোগীর কূট চালে আজ আপনি কর্মক্ষেত্র বা ব্যবসায় লোকজনের কাছে অসম্মানিত হতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাজকর্ম আপনাকে বিব্রত করবে।
টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

প্রেমের পথে ক্ষীণ বাধা আছে। পুরুষকারের মাধ্যমে সেই বাধা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা দূর হবে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কমবে। জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং সামাজিক পরিচয় বাড়বে।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

আজ সহকর্মীদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। অভিভাবকদের পরামর্শে আপনার ব্যবসায়িক উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অনুকূল। তবে প্রেম নিয়ে পরিবারের কারো সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। বিচারে আপনার আজকের দিনটি মিশ্র। জাতিকাদের বাবার অসুস্থতা নিয়ে চিন্তার কারণ দেখা দিতে পারে।
টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

আজ পারিবারিক চাপে আপনাকে পেশাগত কারণে বিদেশ যাত্রার সিদ্ধান্ত নিতে বিরত করতে পারে। মানসিক জোরের অভাব আপনাকে বিব্রত রাখবে। বিনিয়োগের জন্য দিনটি কার্যকরী। জাতিকারা সৃজনশীল কাজে সফলতা পাওয়ার যোগ আছে। ব্যবসায়িক কাজে আজকের দিনটি কিছুটা প্রতিকূল থাকবে।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

একাধিক ব্যবসা বা সিজনাল ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা আজকের দিনে সফলতার খবর পেতে পারেন। ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকলেও নতুন দিশা দেখা দিতে পারে। দিনটি প্রেমের জন্য শুভ। তবে হঠাৎ করে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আপনার ভাগ্যে দেখা যাচ্ছে। জাতিকাদের আজকের দিনটি মিশ্র কাটবে।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন। অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

কর্মক্ষেত্রে দিনটি শুভ ও লাভজনক থাকবে। তবে সন্তানের শরীর নিয়ে চিন্তা আপনাকে উদ্বিগ্ন রাখবে। আজকে দিনে আপনার নতুন যোগাযোগ হবে, আসতে পারে বিদেশ ভ্রমণের সুযোগ। জাতিকাদের সতর্ক থাকতে অতি আকর্ষণীয় যেকোনো প্রস্তাব সম্পর্কে। প্রেম মধ্যম।
টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

আপনি আজকাল মাঝে মধ্যেই উত্তেজিত হয়ে পড়ছেন। হঠাৎ হঠাৎ অবসাদ ঘিরে ধরছে আপনাকে। কোনো কিছুই ভালো লাগছে না। রাশিচক্রে কয়েকটি গ্রহের নেতিবাচক অবস্থানের জন্য এ ঘটনা ঘটছে। জাতিকাদের মধ্যে হার্ট, হাইপ্রেশারের রোগীরা সাবধানে থাকুন।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

আজ দিনের শেষে বাড়িতে আসতে পারে কোনো খুশির খবর। যদি আপনি প্রেমিক মনের মানুষ হয়ে থাকেন তবে আজকের দিনে আপনার জন্য হাজির হতেই পারে আপনার মনের মানুষের কাছ থেকে বিশেষ বার্তা। তবে বৃশ্চিক জাতিকারা কর্মক্ষেত্র ও সন্তানের শরীর নিয়ে আজ আপনি চিন্তায় থাকবেন।
টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

সন্তানের বিদেশ যাওয়ার খবরে বাড়িতে উৎসবের পরিবেশ হতে পারে। পরিবারে কোনো বিষয় নিয়ে বিতর্ক দেখা দিলেও আপনার বুদ্ধিমত্তা তাকে প্রশমিত করবে। আজকের দিনে প্রেমের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা থাকলে সেটিকে রদ করুন। জাতিকাদের থাইরয়েড বা অন্য হরমোনের সমস্যা দেখা দিতে পারে।
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন।

প্রিয় ও কাছের মানুষরা তাদের ব্যবহারে আপনাকে বিচলিত করবে। কোনো অজানা কারণে সন্তানের সঙ্গে দূরত্ব বাড়বে। জাতিকারাও আজকের দিনে অবিশ্বাসের ফলে আঘাত পেতে পারেন। প্রেমের জন্য দিনটি শুভ।
টোটকা: হরিতকি ও কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

গ্রহের শুভযোগে আপনার ফলাফল শুভ হবে। আজকের দিনে আপনার প্রেম ও নতুন বন্ধু লাভের সম্ভাবনা আছে। জাতিকাদের ক্ষেত্রে প্রেমের প্রস্তাব অথবা উপহার আসতে পারে। তবে দিনের মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্যে রক্তপাত বা আঘাত লাগার সংকেত পাওয়া যাচ্ছে।
টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

অনুচিত সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা জটিল পরিবেশের সৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার হাজির হবে নতুন সুযোগ। উচ্চাকাঙ্ক্ষী হলেও আপনি সংযত ও নির্ভীক। জাতিকাদের চতুর ব্যক্তি বা অতি লোভনীয় বস্তু থকে নিজেকে দূরে রাখতে। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল ও সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫