আজ কেমন যাবে
তারিখ- ২৪/১২/২০১৪ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
বেহিসাবি খরচের জেরে অর্থ সঙ্কটে পড়ার আশঙ্কা আছে। অপ্রিয় সত্য কথায় স্বজন বিরোধ শুরু হতে পারে।
টোটকা: কাজের জায়গায় একটি গোলাকৃতির স্ফটিক রাখুন।

দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মক্ষেত্রে বিশেষ প্রাপ্তির যোগ আছে। বিদেশে উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ মিলতে পারে। প্রাপ্য জিনিষ বা অর্থ নিতে গিয়ে অপদস্থ হতে পারেন। প্রেমের ক্ষেত্রে পা বাড়ানোর আগে ভাল করে সবদিক চিন্তা করে নিন।
টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন।

অপ্রিয় সত্য কথার জেরে কর্মস্থলে বিপত্তি দেখা দিতে পারে। আজকের দিনে শেয়ারে বাড়তি বিনিয়োগ না-করাই ভাল। ভ্রমণের পরিকল্পনায় হঠাৎ বাধা আসতে পারে। প্রেম যোগ শুভ।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

কর্মক্ষেত্রে বহু ব্যস্ততা ও শ্রম যোগে আয় বৃদ্ধি হবে। চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তির স্বীকৃতি লাভ করবেন। বৈষয়িক গোলযোগ ও বিতর্ক বিবাদে শান্তি নষ্ট হতেপারে। প্রেম যোগ শুভ।
টোটকা: বাড়িতে একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

চাকরিতে প্রতিকূলতার মধ্যেও দক্ষতার স্বীকৃতি পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত মামলার ফল অনুকূলে যাওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞানের চর্চায় অগ্রগতি লাভ করতে পারবেন। প্রেম যোগ থাকলেও পারিপার্শ্বিক কারণে তা সফল হতে বাঁধা পাবে।

বন্ধু-বান্ধবের বিরূপতায় মানসিক ক্লেশ বাড়বে। লেখাপড়ায় সন্তানের অমনোযোগে উদ্বেগ বাড়বে। আয় ও ব্যয়ের মধ্যে সমতার অভাবে টানাটানি বজায় থাকবে। প্রেম যোগ শুভ।
টোটকা: গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন।

কর্মে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রশিক্ষণের সূত্রে বৃহত্তর সংস্থায় কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সংক্রমণ ও বক্ষঃপীড়ায় দুর্ভোগ বাড়তে পারে। প্রেম যোগ শুভ।
টোটকা: কুকুর কে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

হঠকারী সিদ্ধান্তের জেরে ব্যবসায় জটিলতা বাড়বে। অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ আছে। ধর্মের অনুশীলনে আধ্যাত্মিক মননের বিকাশ লাভ করবে। । প্রেম নিয়ে জটিলতা বাড়বে।
টোটকা: দারুচিনি ও মধু সকালে গ্রহণ করুন।

আন্তরিক আলাপ-আলোচনায় শত্রুতা প্রশমিত হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির শুভ সঙ্কেত আছে। কোনও আত্মীয়ের কুপ্রভাবে পরিবারে অশান্তি বাড়বে। প্রেম যোগ ক্ষীণ।
টোটকা: একটি পাত্রে জলে যব এবং চাল ভিজিয়ে রাখুন।

আমদানি-রফতানি ব্যবসায় আকস্মিক নিম্নগতি চিন্তা বাড়তে পারে। কল্যাণ কাজে অর্থদানে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। গুরুজনের স্বাস্থ্যের অবনতিতে কাজকর্মে ব্যাহত হতে পারে। প্রেম যোগ শুভ।
টোটকা: জলে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন।

কর্মব্যস্ততার জেরে পারিবারিক কাজে শৈথিল্য নিয়ে মনোমালিন্য দেখা দিতে পারে। দীর্ঘদিনের কোনও আশা পূরণ হতে পারে। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা কম। প্রেম যোগ শুভ।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৈষয়িক গোলযোগে সংসারে অশান্তি বাড়বে। বুদ্ধির অস্থিরতায় কাজকর্ম পণ্ড হওয়ার আশঙ্কা আছে। অত্যাবশ্যক ব্যয় সামাল দিতে গিয়ে সঞ্চয় কম হবে। প্রেম যোগ ক্ষীণ।
টোটকা: ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধুপ নিবেদন করুন।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪