প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!
বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সব সময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ, পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।
বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
আমরা এরই মধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্ন জন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরো সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান, তারা মেইলে আমাদের জানান।
রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান, তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে। সব জেনে ফের মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
আজ কেমন যাবে
তারিখ- ১৬/১০/২০১৪

ব্যবসার সমস্যা একা সমাধান না করে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো অভিজ্ঞ লোকের সাহায্য নিন। কোনো সমস্যার মুখোমুখি হলে ধীরে সিদ্ধান্ত গ্রহণ করুন। ব্যবসার বিষয়ে আজকের দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। সামনে আসা সমস্যায় ভেঙে না পরে রুখে দাঁড়ান।
টোটকা: কিছুটা ঘি, কিছুটা কালো জিরা এবং একটি লাল কাঁচা মরিচ একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোনে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

মিথ্যে প্রশংসার পিছনে থাকতে পারে গভীর চক্রান্ত। মানসিক আঘাত পেতে পারেন। কোনো সন্তানকে নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। প্রেম যোগ ক্ষীণ।
টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দিন।

কাজের জায়গায় আপনার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কাজে যাওয়া আসার পথে কোনো অবাঞ্ছিত ঘটনায় জড়িয়ে যেতে পারেন। গোটা দিন কাটবে অভিভাবকদের শরীরের জন্য দুশ্চিন্তা নিয়ে। তবে সন্তানকে নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন। প্রেম যোগ আছে।
টোটকা: একটি কুলোতে কিছুটা চালের মণ্ড, একটি কাচা কলা কিছুটা তেল এবং কয়েকটি দূর্বা ঘাস এক সঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

অর্থ যোগ শুভ থাকলেও দুপুরের পর থেকে বাধা আসতে শুরু করবে। তবে ধৈর্য হারানোর সমস্যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলে সাফল্য আসবে। অপ্রয়োজনীয় মন্তব্য করলে আজকের দিনে সমস্যায় পড়বেন। অর্থলাভের যোগ আছে।
টোটকা: সদর দরজার সামনে দুটি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দূর্বা ঘাস, এবং কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

শত্রুর সঙ্গে সাময়িক সমঝোতা হতে পারে। শুভ যোগের ফলে লাভ বৃদ্ধি পাবে। তবে সন্ধ্যের পর অশুভ যোগ দেখা দিতে পারে। আপনার পরিচিত আপনার গোপনে ক্ষতির চেষ্টা করতে পারে। আগের পাওনা ফিরত পাবার ইঙ্গিত পাওয়া যাচ্ছ।
টোটকা: একটি বোঁটা যুক্ত পান একটি গোটা সুপারি এবং একটি কলা বাড়ির পশ্চিম দিন।

সহজ মনে হলেও কাজ সুরু করলে অপ্রতিহত সমস্যা আসতে পারে। এর ফলে আপনার সহকর্মীরা অনেকেই বেশ কিছুটা অবাক হবে। মনকে স্থির রাখুন। কাজের জন্য অভিনন্দন লাভ করবেন। পরিবারের লোকজন আজ আপনাকে নিয়ে আনন্দ করবে। প্রেম যোগ আছে।
টোটকা: একটি লাল সুতির কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

রাশি চক্র আপনাকে এনে দেবে সাফল্য। অন্যের এগিয়ে যাওয়া নিয়ে হতাশ হবেন না। যেকোনো ধরনের সুবিধাজনক মনে হচ্ছে এইরকম সুযোগ এলেই সেটিকে আঁকড়ে ধরবেন না । প্রেম যোগ আছে।
টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল এবং সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

প্রথমবার আপনি কাজে অসফল হতে পারেন। কিন্তু পরের বার সফল হবার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। বিরুদ্ধ পরিস্থিতি থেকে জন্ম নেওয়া শত্রুতার সম্মুখীন হতে হবে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। বিকেলের পর শুভ পরিবর্তন। পারিবারিক কারণে মনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
টোটকা: একটি পাত্রে যব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

অল্প প্রাপ্তিতে সন্তুষ্ট না হলে সমস্যায় পড়বেন। আজকের দিনে আপনার শত্রুপক্ষ অবদমিত থাকবে। কাজের অগ্রগতি বজায় থাকবে। পারিবারিক জীবনের বিশেষ মুহূর্তকে উপভোগ করতে পারবেন।
টোটকা: একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।

আজকের দিনে আত্মবিশ্বাসের সঙ্গে মতামত প্রকাশ করুন। আপনার সিদ্ধান্ত সমাদৃত হবে। সহোদর স্থানীয় কারো সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। সন্ধ্যে থেকে পরিবেশ জটিলতা মুক্ত হতে শুরু করবে। কর্মে লাভ এবং স্বজন সুখের লক্ষণ দেখা যাচ্ছে।
টোটকা: একটি নাভি শঙ্খ নিজের কাছে রাখুন।

অর্থ নিয়ে রাস্তায় চলাফেরা করার সময় সতর্ক থাকুন। আজকের দিনে কিছুক্ষণ কাজ করার পর কিছুক্ষণ বিশ্রাম নিন। আবার সমস্যাটির সমাধানের চেষ্টা করুন। সমাধান বেড়িয়ে আসবে। সারাদিনে বিভিন্ন ধরনের মিশ্র পরিবেশের মুখোমুখি হতে হবেন। প্রেম যোগ স্পষ্ট নয়।
টোটকা: গোসল করার পর একটি নারকোল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

দায়িত্ব দেবার আগে যথেষ্ট যথেষ্ট সতর্ক হন। আজকের দিনে কোনো ধরনের লেনদেন করবে না। কাজের অগ্রগতি নিয়ে চিন্তায় থাকবেন। নিজে কাজে হাত লাগান তবেই চিন্তা মুক্তি ঘটবে। প্রেম যোগ ক্ষীণ।
টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পড়ুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪