প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!
বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সব সময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ, পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।
বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
আমরা এরই মধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্ন জন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরো সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান, তারা মেইলে আমাদের জানান।
রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান, তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে। সব জেনে ফের মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
আজকের রাশিফল
১২ অক্টোবর ২০১৪

দিনের শুরুতে কোনো পরিচিত লোকের মধ্যে ব্যবহারের আকস্মিক পরিবর্তন লক্ষ্য করতে পারেন। লক্ষ্য রাখতে হবে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ যেন ঠিক থাকে। মানসিক স্থিতিশীলতার অভাব আপনাকে চঞ্চল করবে। মানসিক চঞ্চলতা প্রেম এবং দাম্পত্যে সমস্যা ডেকে আনতে পারে।
টোটকা: পাঁচটি শিম বীজ ও কিছুটা সজনে ফুল একটি হলুদ কাপড়ে বেঁধে মাটির পাত্রে বিছানার নিচে রেখে দিন। পরের দিন সূর্য ওঠার আগে সেটিকে জলে ভাসিয়ে দিন।

দৈনদিন কাজ করতে আপনি উৎসাহ পাবেন না। ঋণ হবার সম্ভাবনা আছে। কাজে সামান্য খুঁত থাকলেও তা থেকে বড় সমস্যা দেখা দিতে পারে। পরিবার জনিত আবেগ আপনাকে দুর্বল করতে পারে। অর্থ যোগ মধ্যম।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা তেল এবং কয়েকটি দূর্বা ঘাস এক সঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

নতুন কোনো কাজে যোগ দেবার ফলে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ হবে। প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আগের করা কাজ পরে আবার সঠিক করতে চাইবেন। ভ্রমণের যোগ আছে।
টোটকা: একটি নিম পাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে জলে ফেলে দিন।

আপনার পারিপার্শ্বিক ব্যক্তিরা আপনাকে বিভিন্ন ভাবে সমস্যায় ফেলবেন। পছন্দের ক্ষেত্রে কাজ করা সুযোগ পাবেন। শরীরের প্রতি নজর রাখা দরকার। অর্থনৈতিক বিষয় নিয়ে বিব্রত বোধ করবেন। প্রেম যোগ আছে।
টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

প্রেমের জন্য দিনটি শুভ। কাজের পরিবেশ নিয়ে বিস্তর অভিযোগ থাকবে। কর্মক্ষেত্রে সময়টা কিছুটা প্রতিকূল ও বাঁধা যুক্ত তাই আপনাকেও কিছুটা সতর্ক হয়ে চলতে হবে। উচ্চশিক্ষার জন্য চেষ্টা করলে এগিয়ে যেতে পারবেন।
টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

যে কোনো ধরনের প্রতিকূল জয় করে আর্থিক সাফল্য আসতে থাকবে। গ্রহের শুভ জোগের ফলে ফলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। সঠিক পরিকল্পনা করে চললে আরও কাজ সম্পন্ন করতে পারবেন। প্রেম যোগ আছে।
টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কাজের পরিবেশ শুভ। জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ভবিষ্যতের কথা ভেবে অর্থনৈতিক সঞ্চয়ের দিকটিকে গুরুত্ব দিতে হবে । কর্মক্ষেত্র শুভ। প্রেমের এবং ভ্রমণের যোগ আছে।
টোটকা: জলে নিম পাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন।

যেকোনো সমস্যা আদালতের বাইরে সমাধানের চেষ্টা করুন। উপহার নেবার ক্ষেত্রে সতর্ক থাকুন। কোন সিদ্ধান্ত পরিবার এবং স্ত্রীকে না জানিয়ে নিলে আর্থিক লাভ হবে না। সতর্ক হয়ে কথাবার্তা বলুন।
টোটকা: একটি পাত্রে জলে কলাই , ধান , তিল, ভিজিয়ে রান্না ঘরে রাখুন ।

কাজে বাঁধা আসলেও আপনি অফল হবেন। আপনার কাজের পরিবেশ আপনার প্রধান থাকবে। প্রাচুর্য না থাকলেও শান্তি বজায় থাকবে। কর্ম জগতে জনপ্রিয় হবেন। প্রেম যোগ আছে।
টোটকা: শোবার ঘরে সাদাও নীল ফুলের তোড়া রাখুন।

কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে। ধর্মকর্মে আগ্রহ বাড়বে। খুব জনবহুল জায়গা এড়িয়ে চলুন। অফিসে বা বাড়িতে বসে যতটা সম্ভব কাজ নিজের নিয়ন্ত্রণে রাখুন। শারীরিক কারণে অর্থ ব্যয় হবে।
টোটকা: গরীবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

যে কোন ধরনের আসক্তি সমস্যা বাড়াত পারে। লাভের সম্ভাবনা আছে। তবে অতিরিক্ত ঝুঁকি নেবেন না। ঘরে বাইরে সমস্যা থাকলেও পরিবার এবং দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে।
টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন

কাজে বাঁধা কেটে যাবার সম্ভাবনা তৈরি হবে। আপনার ভাগ্য আপনাকে সাহায্য করবে। বিদেশ ভ্রমণ হতে পারে। শত্রুপক্ষ ক্রমশ দুর্বল হয়ে আসবে। সুযোগের সঠিক ব্যবহার করতে পারবেন।
টোটকা: কোন জলাশয়ের পাড়ে কিছুটা চাল এবং একটি কলা পাঁচ ভাগে ভাগ করে মাটির পাত্রে রেখে আসুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪