ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাশিফল

আজকের রাশিফল: বৃহস্পতিবার আপনার কেমন যাবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৮, মে ২২, ২০২৫
আজকের রাশিফল: বৃহস্পতিবার আপনার কেমন যাবে

ঢাকা: আজ  ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ,  ২৪ জিলকদ ২০২৫ রোজ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ (মার্চ ২১ – এপ্রিল ২০): অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে। কোনও কাজেই পরিবারের সদস্যদের সমর্থন পাবেন না। প্রেম সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। জীবিকার ক্ষেত্র শুভ। আজ আপনি সমস্ত ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়ে যেতে সফল হবেন। পরিচালনগত গুণাবলির বিকাশ ঘটবে। উৎসাহ এবং সামঞ্জস্যতা বৃদ্ধি পাবে।

বৃষ (এপ্রিল ২১ – মে ২১): আয়ের পথে আজ কিছু বাধা থাকতে পারে। পরিবারে বুঝে কাজ করুন এবং কথা বলুন। প্রেম সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে। জীবিকার ব্যাপারে সহকর্মীর সাহায্য পাবেন। ভালো পরামর্শদাতারা এটিকে সহজ করে তুলবেন। আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। ভাগ্য শক্তিশালী থাকবে। দায়িত্বগুলো ভালোভাবে পালন করবেন।

মিথুন (মে ২২ – জুন ২১): অর্থভাগ্য খারাপ থাকতে পারে। আজ চিন্তাভাবনা করে কর্ম সিদ্ধান্ত নিন। পরিবারের সাথে ভ্রমনের পরিকল্পনা করতে পারেন। প্রেম সম্পর্কের অন্য কেউ নাক গলাতে পারে। পেশাগত ক্ষেত্রে গোপন প্রতিপক্ষ ক্ষতি করতে পারে। আবেগগত পর্যায়ে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করুন। অবহেলা কাজে বিলম্ব ঘটাতে পারে। টিম স্পিরিট শক্তিশালী থাকবে।

কর্কট (জুন ২২ – জুলাই ২৩): আজ আর্থিক চাপ বাড়তে পারে। পারিবারিক জীবন মোটের উপর শুভ। কোনো আত্মীয়র সাথে পারিবারিক বিষয়ে মনোমালিন্য ঘটতে পারে। পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে।

সহকর্মীর সহযোগিতার মাধ্যমে পরিস্থিতির উন্নতি হবে। ইতিবাচক মনোভাব বৃদ্ধি পাবে। সকলের সঙ্গে মিলেমিশে কাজ করবেন। কাঙ্ক্ষিত ফলাফল অনুকূলে থাকবে।

সিংহ (জুলাই ২৪ – আগস্ট ২৩): আর্থিক যোগ ভাল থাকবে। পারিবারিক ভাগ্য মোটের উপর শুভ। প্রেম সম্পর্কের দিকে থেকে দিনটি খুব আনন্দের। পেশাগত ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। কার্যকলাপের প্রতি অবহেলা দেখাতে পারেন। কোনো বিষয় ঔদ্ধত্যভাব দেখাতে পারেন। অপ্রয়োজনীয় তথ্য আপনার কাজে প্রভাব ফেলতে পারে।

কন্যা (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : অর্থভাগ্যে ভালোমন্দ মিশিয়ে থাকবে। পারিবারিক ক্ষেত্র বিবাদ থাকলেও শুভভাব বজায় থাকবে। প্রেমের সম্পর্ক শুভ। জীবিকার ব্যাপারে কিছু চাপ থাকবে। আজ আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। পেশাদারদের সহযোগিতা পাবেন।

তুলা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): অর্থভাগ্য ভাল থাকবে। পরিবারের সদ্ভাব বজায় থাকবে। প্রেম যেগ শুভ। ক্রোধের কারনে পেশাগত ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। অপ্রয়োজনীয় চাপ এবং উদ্বেগ এড়িয়ে চলুন। কাজ শুরু করার আগে প্রয়োজনীয় আলোচনার যোগাযোগ বজায় রাখুন। দ্বন্দ্ব এবং মতবিরোধ, সমস্যার কারণ হতে পারে। প্রবীণ সহকর্মীদের আচরণে হতাশা থাকতে পারে।

বৃশ্চিক (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): অর্থভাগ্য মোটের উপর শুভ। পরিবারে কিছু অশান্তি দেখা দিতে পারে। প্রেম সম্পর্ক ভাল থাকবে। পেশার ব্যাপারে সহকর্মীর সাহায্য পেতে পারেন। প্রিয় সহকর্মীর ঘনিষ্ঠতা বাড়বে। গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারেন।

ধনু (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): আর্থিক ক্ষেত্র তেমন ভাল থাকবে না। পারিবারিক ক্ষেত্রে মোটামুটি। প্রেম সম্পর্ক ভাল। আজ আপনি আশেপাশের পরিবেশের উপর প্রভাব বজায় রাখতে সফল হবেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলি সহজেই এগিয়ে যাবেন। সহকর্মীকে সাহায্য করতে প্রস্তুত থাকবেন। ইতিবাচক থাকার ওপর জোর দেওয়া হবে।

মকর (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): আর্থিক উন্নতির তেমন কোনও শুভযোগ দেখা যাচ্ছে না। পরিবারে কোনো সদস্যর সঙ্গে মতের মিল নাও হতে পারে। প্রেম সম্পর্কে আনন্দমধুর থাকবে। পথে কর্মক্ষেত্রে কষ্ট বাড়তে পারে। তবে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে থাকবে। বেলাশেষে আনন্দ ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে।

কুম্ভ (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): আজ অর্থভাগ্য খুব ভালো যাবে তা বলা যাবে না। সাংসারিক ব্যয়ে আর্থিক চাপ বাড়বে। অহেতুক কোনো ব্যয়ে দাম্পত্য কলহ হতে পারে। তবে আজ পরিবারে তর্ক না করাই ভাল হবে। প্রেম সম্পর্কেও বিবাদ বাধতে পারে। পেশাগত ক্ষেত্র মধ্যম, কষ্ট বাড়তে পারে।

মীন (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): অর্থভাগ্য শুভ যোগ বিদ্বমান। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। প্রেম সম্পর্কে আপনকে আজ একটু ম্যানেজ করে চলতে হবে। বেলাবারলে পেশাগত ক্ষেত্রে কষ্ট বাড়তে পারে। আজ আপনি ভাগ্য শক্তির সুবিধা পাবেন। ব্যবসায় নতুন সুযোগ পাবেন। ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।