ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

মাগুরায় ২২৮ জন রোগীকে কোটি টাকা সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, সেপ্টেম্বর ২১, ২০২২
মাগুরায় ২২৮ জন রোগীকে কোটি টাকা সহায়তা

মাগুরা: বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২২৮ জনের মধ্যে ১ কোটি ১৪ লাখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টমম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে রোগীদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকগুলো তাদের হাতে তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলম।
 
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল আলম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।  

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২২৮ জন রোগীকে ৫০ হাজার টাকা হারে মোট ১ কোটি ১৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।  

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।