ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

ফেনী হাসপাতালের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, জুলাই ২৬, ২০২১
ফেনী হাসপাতালের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু 

ফেনী: ফেনী জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৬ জুলাই) সকালে হাসপাতালের আসাসিক চিকিৎিসক (আরএমও) ডা. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ওই সাতজনের মৃত্যু হয়। করোনা ডেডিকেটেড ঘোষণার পর থেকে এটি হাসপাতালে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে একদিনে সর্বোচ্চ ৯ জন মারা যান।

তিনি আরও জানান, আইসিইউ ও আইসোলেশন ইউনিটে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের ৪ জন পুরুষ ও ৩ জন নারী।  

তিনি জানান, করোনা ইউনিটে নতুন ২৫ জন ভর্তিসহ ১১৩ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে ১০ ও সিসিইউতে ৫ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২১ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। গত ১ জুলাই থেকে এ পর্যন্ত গত ২৫ দিনে আইসোলেশন ইউনিটে একজন পজিটিভসহ ৭০ জন মারা গেছেন। আর আইসিইউ-সিসিউতে আজ সোমবার পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের ১০ জন পজিটিভ ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।