ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ বাইপ্যাপ দিল ওয়ালটন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, জুলাই ১৪, ২০২১
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ বাইপ্যাপ দিল ওয়ালটন 

টাঙ্গাইল: করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০টি বাইপ্যাপ দিয়েছে ওয়ালটন গ্রুপ।  

বুধবার (১৪ জুলাই) সকাল ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির মাধ্যমে এগুলো হস্তান্তর করা হয়।

 

গত ৬ জুলাই জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি পরামর্শ দিলে ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী এ সহযোগিতা করার আশ্বাস দেন।

বাইপ্যাপ বিতরণকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব, ওয়ালটনের সিনিয়র উপপরিচালক অনুপ কুমার সাহাসহ অনেকে।

এছাড়া টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ালটনসহ বিভিন্ন কোম্পানি হাইফ্লো ন্যাজাল ক্যানুলাসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেওয়ার আগ্রহ প্রকাশ করে। এসব চিকিৎসা সামগ্রী করোনা রোগীদের সেবাদানে অনেক উপকারে আসবে জানিয়ে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ওয়ালটন গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।