ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৪৮৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, জুলাই ১৪, ২০২১
ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৪৮৪ ...

ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন করোনা শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৮জন।

বুধবার (১৪ জুলাই) সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬১ জনের নমুনা পরীক্ষা করে ৪৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৮। এর মধ্যে নেত্রকোনায় ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৮০ জন, শেরপুরে ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জন এবং জামালপুরে ৩১৪ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৮ জন। এর মধ্যে ময়মনসিংহে ৪ জন, নেত্রকোনায় ৩ জন এবং জামালপুরে একজন মারা গেছেন।  

ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯ হাজার ১০৮ জন এবং মারা গেছেন ২৬৪ জন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।