ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, জুলাই ১১, ২০২১
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৩

সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪১৯ জন।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন।

একই সময়ে ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৭০ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।