ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

উপসর্গ নিয়ে সাতক্ষীরায় আরও ১০ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, জুলাই ১০, ২০২১
উপসর্গ নিয়ে সাতক্ষীরায় আরও ১০ জনের মৃত্যু সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল

সাতক্ষীরা: করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেন ৪১৩ জন।

এছাড়া এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭৬ জনে মৃত্যু হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় নতুন করে দশ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সাতক্ষীরা হাসপাতালে ২৮২ জন চিকিৎসাধীন। এদের মধ্যে করোনা পজিটিভ রয়েছে ২৪ জন। অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।