ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

সিলেটে করোনা আক্রান্তের ভয়ঙ্কর রূপ, মৃত্যু ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জুলাই ৮, ২০২১
সিলেটে করোনা আক্রান্তের ভয়ঙ্কর রূপ, মৃত্যু ৩

সিলেট: করোনা ভাইরাসের ভয়ঙ্কর রূপ দেখতে শুরু করেছে সিলেট। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে।

আক্রান্ত বাড়ার পেছনে স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে চিকিৎসকরা বলছেন, দেশের প্রায় ৭৮ শতাংশ করোনা রোগীই এখন করোনার নতুন রূপ ডেলটা ভেরিয়েন্টে আক্রান্ত। তাছাড়া মানুষ এখন পরিক্ষায় আওতায় বেশি আসছে, যে কারণে শনাক্তের সংখ্যা বাড়ছে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বিগত দিনগুলোকে ছাপিয়ে গেছে। নতুন করে আরও ৩৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন আরও ৩ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।  

এরআগে ৬ জুলাই দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়। আর বুধবার (৭ জুলাই) মৃত্যুর সংখ্যা ছিল ১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪০ দশমিক ১৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে সিলেট জেলারই ২১৬ জন, মৌলভীবাজারের ৬৬ জন, হবিগঞ্জের ৫১ জন এবং সুনামগঞ্জের ১৬ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়।

তথ্যমতে, গত বছরের মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের হয়েছেন ২৮ হাজার ১০৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ৫০৫ জন।

এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫০৮ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। তারমধ্যে ৪৫০ জন সিলেটে, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ৭ জন এবং মৌলভীবাজারে ২৫ জন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।