ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

করোনা: আক্রান্ত-উপসর্গ নিয়ে নাটোরে ৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, জুলাই ১, ২০২১
করোনা: আক্রান্ত-উপসর্গ নিয়ে নাটোরে ৫ জনের মৃত্যু

নাটোর: গত ২৪ ঘণ্টায় নাটোরে করোনা ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে নলডাঙ্গার সোনাপাতিল গ্রামের আব্দুস সালাম (৫০) ও সিংড়ার গুলনাহার (৩৮) এবং করোনা উপসর্গে বাগাতিপাড়ার আব্দুস সাত্তার (৬০), নাটোর শহরের কান্দিভিটা এলাকার বৃদ্ধা আনোয়ারা (৭০) ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অপর একজন মারা গেছেন।

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ৬৯৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে রেকর্ড পরিমাণ ২২৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। জেলায় মোট মৃত্যু ৫৬ জন। মোট আক্রান্ত ৩৮৪৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯ জন। বৃহস্পতিবার সদর হাসপাতালে করেনাসহ উপসর্গ নিয়ে ৭৭ জন চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।