ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

গোমস্তাপুরে অ্যান্টিজেন টেস্টে টাকা আদায়ের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, জুন ২৯, ২০২১
গোমস্তাপুরে অ্যান্টিজেন টেস্টে টাকা আদায়ের অভিযোগ ...

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা টেস্টের জন্য অ্যান্টিজেন টেস্টে একশ টাকা বা এর বেশি আদায়ের অভিযোগ উঠেছে।  

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, অ্যান্টিজেন টেস্ট যারা করাচ্ছেন তাদের সবার কাছ থেকে ১শ টাকা বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি নেওয়া হচ্ছে।

আর এর জন্য রশিদ চাইলে রশিদ দেওয়া হবে না বলে জানানো হচ্ছে। এমনকি প্রতিবাদ করতে গেলে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করছেন সংশ্লিষ্টরা।

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় এক সাংবাদিক বলেন, আমি গত ১৩ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন পরীক্ষার জন্য গেলে নানা কালক্ষেপণ করে এমনকি রির্পোট দিতেও দেরি করে।

নমুনা পরীক্ষা করতে আসা এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার পরিবারের পাঁচজনের অ্যান্টিজেন টেস্ট করিয়ে একজনের পজিটিভ এসেছে। আমাদের কাছ থেকে ১শ টাকা করে ৫শ টাকা নেওয়া হলেও তারা কোনো রশিদ দেয়নি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও করোনা ইউনিটের মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, করোনা টেস্টের জন্য অ্যান্টিজেন টেস্টে কোনো সরকারি ফি নেওয়ার নিয়ম নাই। আর চলতি জুন মাস থেকে অ্যান্টিজেন টেস্টে যাদের করোনা পজিটিভ রিপোর্ট আসছে তাদের নমুনা আর টি পি সি আর ল্যাবে পাঠানো হয় না। আর যাদের কাছ থেকে আর টি পি সি আর ল্যাবে নমুনা পরীক্ষার জন্য টাকা নেওয়া হবে তাদের অবশ্যই রশিদ দিতে হবে।  

তিনি আরও জানান, তার হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে কোনো টাকা নেওয়া হয় না। তারপরও বিষয়টি খতিয়ে দেখে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।