ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

নওগাঁয় করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, জুন ২১, ২০২১
নওগাঁয় করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৪ নওগাঁর মানচিত্র

নওগাঁ: নওগাঁয় বিধিনিষেধের মধ্যেও থেমে নেই করোনা আক্রান্তের হার এবং মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে জেলায় আরো তিনজনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত হয়েছে ৫৪ জন।  

২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে নিয়ামতপুর উপজেলায় দুইজন ও মহাদেবপুর উপজেলার একজন।
 
এ নিয়ে জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৬ জনে আর মৃত্যু হয়েছে ৬৪ জনের।  

সোমবার (২১ জুন) দুপুর ১২টায় সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরো তিনজনের।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।