ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

ঢাকায় ৬৮ শতাংশ রোগীই ডেল্টার ধরনে আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৭, জুন ১৮, ২০২১
ঢাকায় ৬৮ শতাংশ রোগীই ডেল্টার ধরনে আক্রান্ত

ঢাকা: ঢাকা থেকে সংগ্রহ করা ৬০টি নমুনার মধ্যে ৪১টিতেই ভারতীয় ধরনের (ভ্যারিয়েন্ট ডেল্টার) পেয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। যা মোট সংগৃহীত নমুনার ৬৮ শতাংশ।

মে মাসের শেষ ও জুন মাসের প্রথম সপ্তাহে এসব নমুনা সংগ্রহ করা হয়।

আইসিডিডিআরবির মিডিয়া ম্যানেজার তারিফুল ইসলাম খান বৃহস্পতিবার (১৭ জুন) রাতে গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে সংগ্রহ করা ৬০টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করেছে আইসিডিডিআরবি। এর মধ্যে ৬৮ শতাংশে ভারতীয় ধরন পাওয়া গেছে। ২২ শতাংশ নমুনায় দক্ষিণ আফ্রিকার ধরন (বিটা ভ্যারিয়েন্ট) পাওয়া গেছে। বাকি নমুনাগুলো অন্যান্য ভ্যারিয়েন্টের।

এর আগে দেশের বিভিন্ন জেলা থেকে করোনার ৫০টি নমুনা পরীক্ষা করে তার মধ্যে ৪০টি ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) পাওয়া গিয়েছিল।

করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণেই ভারতে দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বহু গুণে বেড়েছে। ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ৮ মে দেশে প্রথম ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। কিছুদিন ধরে সারা দেশেই করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, জুন ১৮, ২০২১
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।