ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

রাশিয়ার ভ্যাকসিন কিনতে এ সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, মে ৩০, ২০২১
রাশিয়ার ভ্যাকসিন কিনতে এ সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত

ঢাকা: রাশিয়ার ভ্যাকসিন কেনার বিষয়ে চলতি সপ্তাহে দাম নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

রোববার (৩০ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে এক পর্যালোচনা সভা শেষে তিনি একথা জানান।

রাশিয়ার ভ্যাকসিন কেনার বিষয়ে মহাপরিচালক বলেন, আমরা চিঠি লিখেছি। তারা আমাদের জানিয়েছেন, কিছু তথ্য দিয়েছে। আমরা পর্যালোচনা করে তাদের রিপ্লাই দেবো। তারপর সিদ্ধান্ত হবে। দাম এখনও ঠিক করে পাঠানো হয়নি। এ সপ্তাহের মধ্যে আমরা পাঠাবো।

অ্যাস্ট্রাজেনেকার টিকার বিষয়ে মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তারা দেবে না এটা বলেনি। এখনও বলছে দেবো।

ফাইজারের এক লাখ ৬২০ টিকা রাত সাড়ে ১১টায় দেশে আসবে বলেও এসময় জানান অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ৩০, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।