ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

করোনা: সিলেটে আরও ৯ জনসহ মৃত্যু বেড়ে ৩৩৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, এপ্রিল ২৫, ২০২১
করোনা: সিলেটে আরও ৯ জনসহ মৃত্যু বেড়ে ৩৩৩

সিলেট: সিলেটে করোনা ভাইরাসে একদিনে আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু বেড়েই চলেছে।

রোববার (২৫ এপ্রিল) দুপুর পর্যন্ত সিলেটে নয় জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত হয়েছেন ৪৫ জন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন আরও ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের নয় জনই সিলেটের বাসিন্দা বলে জানান সংশ্লিষ্টরা। এর মধ্যে সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চার জনের মৃত্যু হয়। অন্য পাঁচ জন নগরের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৩৩ জনে পৌঁছেছে।

সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চয়ন রায় বাংলানিউজকে বলেন, রোববার বেলা ১টার দিকে করোনা আক্রান্ত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও তিন জন। তারা সকলেই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ৭৩ জন। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ, ২৬ জন উপসর্গ নিয়ে এবং আইসিইউতে গুরুতর অবস্থায় আরও ১৩ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪৫ জনের ১৮ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের দুই জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ১৫ জন রোগীর করোনা শনাক্ত হয়।

এ নিয়ে গত এক বছরে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৩২ জন। পক্ষান্তরে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৪৩ জন। আর মারা গেছেন ৩৩৩ জন। এর মধ্যে সিলেট জেলারই ২৬১ জন, সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৭ জন।

সংশ্লিষ্টরা জানান, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭৭ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৫৪ জন, সুনামগঞ্জে চার জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ছয় জন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।