ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

করোনায় দেশে ৩০ চিকিৎসকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, জুন ১২, ২০২০
করোনায় দেশে ৩০ চিকিৎসকের মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৩০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এ পর্যন্ত প্রায় এক হাজার ২০০ জন চিকিৎসক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে আট শতাধিক চিকিৎসক ঢাকা সিটির। আক্রান্তদের মধ্যে চার শতাধিক চিকিৎসক সুস্থ হয়েছেন, আরও চার শতাধিক চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে ও বাড়িতে থেকে।

আইইডিসিআরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০৯৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৪৭১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে।

এছাড়া ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫০২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৭ হাজার ২৪৯ জন।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুন ১২, ২০২০
পিএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।