ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

সিলেটে হাসপাতালে ২ রোগীর মৃত্যু, করোনা থেকে সুস্থ ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, মে ১৩, ২০২০
সিলেটে হাসপাতালে ২ রোগীর মৃত্যু, করোনা থেকে সুস্থ ২ ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের শহীদ ডা. সামসুদ্দিন হাসপাতালে দুই রোগীর মৃত্যু হয়েছে। একই দিনে হাসপাতালের করোনা ইউনিট থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু’জন।

বুধবার (১৩ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়। তবে তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বাংলানিউজকে বলেন, ‘মারা যাওয়া দু’জন অন্য রোগ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাছাড়া, এদিন রিমন আহমদ ও আকবর হোসেন নামে আরও দু’জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে এ হাসপাতাল থেকে করোনা ভাইরাসে আক্রান্ত ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ’

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ১৩, ২০২০
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।