ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

ফেনীতে নারী ভাইস চেয়ারম‌্যান করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৬, মে ৭, ২০২০
ফেনীতে নারী ভাইস চেয়ারম‌্যান করোনায় আক্রান্ত

ফেনী: ফেনীর এক উপজেলার নারী ভাইস চেয়ারম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ওই উপজেলার যুব মহিলা লীগের সভাপতি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, ফেনীতে গত ১৬ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বাংলানিউজকে জানান, গত ৩ মে করোনা আক্রান্ত এক নারী ভাইস চেয়ারম্যানের নমুনা সংগ্রহ করা হয়।

বুধবার (৬ মে) রাতে তার নমুনার রিপোর্ট পজেটিভ আসে।  

জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, এ পর্যন্ত জেলায় ৭ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বুধবারই ওই নারীসহ তিনজনের রিপোর্ট পজেটিভ আসে।

তিনি জানান, বিকেলে ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশন থেকে দু’জনকে ছাড়পত্র দেওয়া হয়। অপর একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় এ পর্যন্ত ৪৯৫ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি ও ভেটেরিনারি থেকে ৩০৬ জনের নমুনা প্রতিবেদন আসে। এর মধ্যে সাত জনের পজেটিভ ও অন্যদের নেগেটিভ রিপোর্ট আসে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, মে ০৭, ২০২০
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।