ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

কুড়িগ্রামে আরও ৪ জন করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, মে ২, ২০২০
কুড়িগ্রামে আরও ৪ জন করোনায় আক্রান্ত

কুড়িগ্রাম: কুড়িগ্রামে একদিনে নতুন করে আরও চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।

শনিবার (০২ মে) বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে নতুন করে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, শনিবার বিকেলে ফুলবাড়িতে আক্রান্ত যুবক তাজুল ইসলাম সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার কোভিড-১৯ শনাক্ত চারজনের মধ্যে দুইজন কুড়িগ্রাম সদরের, একজন নাগেশ্বরী ও একজন ফুলবাড়ি উপজেলার। এনিয়ে গত দুইদিনে ১১ জনসহ মোট ২২ জন শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ০২, ২০২০
এফইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।