ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

খুমেকে করোনা পরীক্ষায় পিসিআর মেশিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, মার্চ ৩০, ২০২০
খুমেকে করোনা পরীক্ষায় পিসিআর মেশিন

খুলনা: করোনা ভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে এসে পৌঁছেছে।

সোমবার (৩০ মার্চ) সকালে এসে পৌঁছেছে মেশিনটি। কলেজের তৃতীয় তলায় পিসিআর মেশিনটি স্থাপন করা হচ্ছে।

পিসিআরের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বাংলানিউজকে বলেন, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে। বিকেলে ঢাকা থেকে এক্সপার্ট আসবেন। মেশিনটি এরপর ইনস্টলের প্রক্রিয়ায় যাবে। এখনও মালামাল তৃতীয় তলায় উঠানোর কাজ চলছে। আমরা আশা করছি, আগামী শনিবার (৪ এপ্রিল) পরীক্ষা শুরু করা সম্ভব হবে।

কিট প্রসঙ্গে তিনি বলেন, কিট এখনও আসেনি। তবে কিট নিয়ে কোনো টেনশন নেই। বলামাত্রই চলে আসেবে। কিট ছাড়া তো পরীক্ষাই করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।