ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

সিওমেকে করোনা পরীক্ষা শুরু হচ্ছে ৫ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, মার্চ ৩০, ২০২০
সিওমেকে করোনা পরীক্ষা শুরু হচ্ছে ৫ এপ্রিল

সিলেট: বিভাগীয় শহর সিলেটে পৌঁছালো করোনা ভাইরাস শনাক্তকরণ মেশিন। সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে মেশিনটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) হাসপাতালে এসে পৌঁছায়। মেশিনটি পৌঁছার পর পরই মেডিক্যাল কলেজের একটি কক্ষে স্থাপনের কাজ শুরু হয়ে গেছে।

সিওমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সবকিছু ঠিকঠাক করতে কমপক্ষে পাঁচদিন চলে যাবে। সিওমেক হাসপাতালের মাইক্রোবায়োলোজি বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ভাইরোলজি বিভাগের অধ্যাপক প্রেমানন্দের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলবে।

তিনি বলেন, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে মেশিনে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হবে।

ডা. হিমাংশু লাল রায় বলেন, এ মেশিনে প্রতিদিন ১০০ জনের বেশি পরীক্ষা করা যাবে। আর যদি ২৪ ঘণ্টা কাজ করা হয় তাহলে কমপক্ষে ২০০ শতাধিক রোগীর পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।