ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

মুন্সিগঞ্জের আরও ৬৬ জন হোম কোয়ারেন্টিনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, মার্চ ১৯, ২০২০
মুন্সিগঞ্জের আরও ৬৬ জন হোম কোয়ারেন্টিনে

মুন্সিগঞ্জ: গত ২৪ ঘণ্টায় মুন্সিগঞ্জে বিদেশ ফেরত নতুন আরও ৬৬ জনকে হোম কোয়ারেন্টিনে (নিজ নিজ বাড়িতে ১৪ দিন পর্যবেক্ষণে) রাখা হয়েছে। এ নিয়ে জেলার ছয় উপজেলায় পর্যবেক্ষণে থাকা প্রবাসীর সংখ্যা ১৫১ জনে দাঁড়ালো।

এদের মধ্যে শ্রীনগরে দু’জন, লৌহজংয়ে সাতজন, টংগিবাড়ী উপজেলায় ৩২ জন, সদর উপজেলায় নয়জন, গজারিয়া উপজেলায় তিনজন ও নতুন করে সিরাজদিখানে ১৪ জন। এছাড়া শ্রীনগর উপজেলায় হোম কোয়ারেন্টিন শেষে ফিরেছেন একজন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানান মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।  

তিনি আরও জানান, মুন্সিগঞ্জে নতুন আরও ৬৬ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন। প্রতিদিন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন এবং বাসার মধ্যে নিদিষ্ট কক্ষে অবস্থান করার পরামর্শ দিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।